হাইফেন বসানো বারান্দা
একসময় আলো এসে পড়ে
কথা বলতে বলতে থেমে যায় ঝাপসা দৃষ্টি
সহজ মুদ্রায় কিছু সোনালি বিভ্রম
ঝুল জমতে থাকে
জমতেই থাকে ...
এসো , হাত ধরো , বিহ্বল বাস্তব
দূরগামী বাসের হর্ন , শুনতে পাও ?
উছল ঝর্নার জলে কথাগুলি ধুয়ে মুছে যায়।
দিগন্তের কাছাকাছি ......... আয়নামহল
বুকের জানলা খুলে একটি হাইফেন - বারান্দায় বসে
থাকে কেউ ।
কয়েক লাইন
কয়েক লা ই ন নীলচে আকাশ
স্তব্ধ পকেট
ফুরিয়ে আসছে ওয়েটিং আওয়ার,
পথ
কুড়োতে কুড়োতে
ভরে নিচ্ছি হিমজলে
মেঘ,
নেক্সট চ্যাপ্টারে ঢুকে পড়ছে আশ্বিনের মলাট………
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ২:১৫