আগ্রহ নিয়া বয়ান শুন্তে বসলাম ..
কারন এই হুজুরের মুখে বছর পাঁচেক আগে বলতে শুনছিলাম -
"ইসলাম প্রতিষ্ঠায় আপনার সামনে যারা বাঁধা দিতে আসবে তাদেরকে সরিয়ে ফেলা আপনার ঈমানী কর্তব্য, ক্ষেতে ফসল ফলানোর সময় আগাছা যেমন উপড়ে ফেলতে হয় সেভাবে সকল বাঁধা উপড়ে ফেলতে হবে। আগাছাকে যেমন যেমন গাছ হিসেবে দেখার কোন কারন নাই, তেমনি ইসলামের শত্রুদের মানুষ হিসেবে দেখার কোন কারন নাই।"
খুব ছোটবেলায় বইয়ে একটা গল্প পড়েছিলাম,
এক বুড়ি রোজ নবী মুহাম্মদ (সাঃ) এর পথে কাঁটা বিছিয়ে রাখতেন, একদিন রাস্তায় কাঁটা দেখতে না পেয়ে নবী মুহাম্মদ (সাঃ) বুড়ির বাসায় গিয়ে হাজির হলেন বুড়ি অসুস্থ্য কিনা জানার জন্য।
আমি তখন চিন্তায় পড়ছিলাম নবীর উপর আঘাত মানেই তো ইসলামের উপর আঘাত ... সেই বুড়িকে নবী মুহাম্মদ (সাঃ) কেন আগাছা হিসেবে উপড়ে ফেল্লেন না !
আজকে দেখি সেই সাচ্চা মুসলমান হুজুর মহা জোশে টিভি চ্যানেলে বয়ান দিচ্ছে.. উনি একটা ফিকশন গল্প শুরু করলেন..
"রোজ হাশরে আল্লাহর সামনে এক বান্দাকে হাজির করা হলো । আল্লাহ জানতে চাইতেন
- তুমি পৃথিবীতে কি করেছো ?
বান্দা জবাব দিলেন -
- হে আল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম ।
আল্লাহ সাথে সাথে বল্লেন -
- তুমি তো আমার জন্য কিছু করো নাই।
বলেই বান্দাকে দোজখে নিক্ষেপ করা হইলো।......"
আমি আবার চিন্তায় বসলাম .. মুক্তিযোদ্ধারা বেহেস্তে যাচ্ছে না কনফার্ম । তারমানে বেহেস্তে কারা যাচ্ছে ??
এখনো চিন্তা করে যাচ্ছি ............
(হারামজাদার ছবি আপলোড করলাম)