সকালে ঘুম থিকা উঠে খোমাখাতা খুলেই দেখি মানু একটা গানের লিংক দিছে , সাথে লিখছে -
"বুরকা পরা মেয়ে পাগল করেছে: এইবার বাংলাদেশে গিয়া এই গানটা শুনলাম। অনন্য সাধারণ লিরিক, অসামান্য সুর এবং নিখুঁত চিত্রায়নের সমন্নয়ে গায়ক শরীফ উদ্দীনের কণ্ঠে এক চমৎকার গান "বুরকা পরা মেয়ে"। গানটি শুনে সকলে আনন্দ পাবেন আশা করি।"
গান শুনে সকাল সকাল আমার মনটাই ভালো হইয়া গেলো । গানের লিরিকটা ছাপানোর লোভ সামলাইতে পারলাম না আর ।
গানটা শুধুমাত্র তুমিনালীতে আছে । তুমিনালী'র লিংক দেয়া হৈলো Click This Link
অসাধারন গানটার লিরিকটা জনস্বার্থে ছাপানো হইলো ...
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
চোকেতে চশমা হাতে কাঁচেরও চুড়ি
বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি
চশমা খুইল্যা যকন একটু আমার দিকে চায়
ফুরুৎ কইরা পরান পাকি শূন্যে উইড়া যায়
একন বুজি মজনু কেন লাইলির জন্য মরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
ছট্টু একটা নল দিয়া খায় যখন জুশ
খুদার কসম তকন আমার তাকে না যে হুশ
জুশের পেকেট ফেলে দিয়ে আবার জকন হাটে
জানি না তার কেমুন লাগে আমার বুকটা ফাটে
গাড়িতে নয় বাড়িতে নয় মানে আগুন ধরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
হাটতে হাটতে এসে দাড়াই রাস্তারো মোড়ে
রিশকাতে চড়িয়া আবার কিচুখন গুড়ে
বুক পকেটে রাকে যখন মুবাইল টেলিফন
বাকুম বাকুম করে তখন আমার অবুজ মন
নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার বরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে