রমজান সম্ভবত এই ব্লগে তরুন কবিদের মধ্যে অন্যতম (আমার কথায় কারো সন্দেহ থাকলে তার পুরানা কবিতার পোস্টগুলিতে চোখ বুলানোর অনুরোধ করছি)। মনে আছে ২০০৭ এর আগস্টে সে বিশাল এক জাহাজ নিয়ে হাজির হয়েছিলো গোলাম আজমের পশ্চাতদেশ উৎসর্গ করে । তখন থেকেই রমজান আমার বন্ধু। সে ভালো কবিতা লেখে আগেই বলছি, এর বাইরেও সে মাঝে মাঝে আবজাব প্রলাপ বকতো সেই সিরিজও ব্যপক জনপ্রিয় ছিলো। যে কথাটা বলি বলি করেও এতক্ষনেও বলতে পারছি না সেটা হচ্ছে তার একটা বিশেষ দোষের কথা । আমাদের প্রিয় রমজানের একটু লুল সংক্রান্ত দোষ আছে, এইটা অবশ্য দুষ্টু লোকেরা বলে আমি বলি নাই ।
এবার বলি তার রমজান নামকরনের ইতিহাসের কথা । সেই ২০০৭ এর শেষের দিকের কথা । ব্লগে আমরা কয়েকজন ধুমায়া দৌড়া দৌড়ি করতাম তখন । আমি, নাদান, ড়াষূ, রমজান, ছালু, আউলা, জেবীন, জয়ীতা সহ আরো অনেকে । কেউ কারো চাইতে কম ছিলো না । কোন একদিন স্কুলে কার কি নাম দিছিলো বন্ধুরা সেইটা নিয়া আলাপ হচ্ছিলো । এর মধ্যে রমজান বেমাক্কা বলে বসে তার আসল নাম বিকৃত কইরা তার স্কুলের দোস্তরা এক নাম রাখছিলো সেইটা বলা যাবে না । আমরা রমজানের আসল নাম জানতাম । তার আসল নাম রঞ্জন। তার নাম কি হইতে পারে সেইটা নিয়া আমরা যখন চিন্তায় শেষ তখনই আমাদের আরেক বন্ধু বিশিষ্ট সিজি ইসপিশালিস্ট ব্লগার 'ছায়ার আলো' ওরফে ছালু দুই রাত চিন্তা কইরা বের করে ফেল্লো রঞ্জনের নাম বিকৃত কইরা কি হইতে পারে । সেটা আর কিছুই না সংসপ্তক নাটকের হুরমতির কাছে নিজের কান হারানো বিখ্যাত 'রমজান'।
আজকে সেই বিখ্যাত রমজানের জন্মদিন । হতভাগা বেলায় বেলায় কয় ডজন বসন্ত একা একা পার করে দিলো । কেউ ফিরে চায়নি । জন্মদিনে আমাদের প্রিয় রমজান তার আসল হুর(মতি) খুঁজে পাক .. সুম্মা আমিন ।