মার্চ মাসে মা'র এপেন্ডিসাইটিস পেটের ভেতর ফেটে যায় । এক মাস আন্ডার ট্রিটমেন্ট ছিলো , এগুলো আমি কিছুই জানতাম না , আমাকে কেউ কিছু বলে নাই । প্রায় প্রতি সপ্তাহ বাসায় ফোনে কথা হয় । মা খুব স্বাভাবিক ভাবেই কথা বলতো ।
কিছু দিন আগে সব কিছু জানতে পেরেছি .. আমার বোনটা ফোন করে বললো সব , তখন বলেছিলো অপারেশন করা লাগতে পারে , ডাক্তার বলেছে কোন ভয় নেই ।
গত সপ্তাহে ফোন করে বললো .. ডাক্তার বলেছে অপারেশন নাও করা লাগতে পারে । শুনে একটু চিন্তা মুক্ত হয়েছিলাম ।
একটু আগে বাসায় ফোন করলাম ...
আগামি পরশু ৭ মে মা'র অপারেশন । মাত্র মা'র সাথে কথা হলো ,
সবাই বলছে খুব ছোট অপারেশন নাকি । মা বললো চিন্তা করিস না , তুই শুধু শুধু চিন্তা করবি এজন্য তোকে জানাতে চাই নাই ।
....... আমার চারপাশটা কেমন শূন্য শূ্ন্য লাগছে
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮