আমার কাছে অনেক বছর ধরেই আছে গানটা । কার গান জানি না । আসলে গানটার কোন ইতিহাসই জানি না । দেশে থাকতে অনেকের কাছে জানতে চেয়েছি ... কেউ কেউ বললো '৭১ এর আঞ্চলিক গান হবে হয়তো , কেউ বললো 'শাহ বাঙালী' নামক গায়কের গান এটা । বিজয়ের মাস শেষে নতুন করে মুঠো শক্ত করে মনে মনে বলে নিলাম আবার .... "মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না"
আমরা ছাড়বো না ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
সাত কোটি বাঙালী এবার
করসি মরন পণ
স্বাধীনতা ছিনায় আনবো
জনমের মতন
বসে থাকবো না থাকবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
জীবন দিছি রক্ত দিছি
দিব জীবন আরো
তবু বলবো বেইমানের দল
সোনার বাংলা ছাড়ো
দিতে দেবো না দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
আমরা ছাড়বো না ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
কে বা হিন্দু কে বা মুসলিম
এ সকল যাও ভুলি
জন্মগত হিন্দু মুসলিম
জাতে হয় বাঙালী
বিভেদ চলবে না চলবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
এপার বাঙলা ওপার বাঙলা
নয়রে ব্যাবধান
মইধ্যে একটু জলস্রোত
তলে মাটির কানেকশান
খানে জানো না জানো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
খানের আছে আর্মি পুলিশ
কামান আর ঐ বিমান
বাঙালীর একতা আছে
আরো আছে ঈমান
আমরা ডরাই না ডরাই না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
ছলেবলে চব্বিশ বছর
বাংলা খাইলা চুষি
জাতিরে বাঁচাইতে যাইয়া
মুজিব হইলো দোষী
তোমরা জানো না জানো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
জোর-জবরে শেখ মুজিবকে
দিতে চাইসো ব্যাথা
আসলে বানাইয়া দিসো
আন্তর্জাতিক নেতা
কারবার মন্দ না মন্দ না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
বাঙালী নয় মোটা তাজা
হাতি মইষের মতো
তবুও বাঙালী জাতি
কৌশলে উন্নত
খানে বোঝে না বোঝে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
মোটা মোটা খান সেনারা
তালগাছ সম লাম্বা
ক্যাছকা মাইরে ভাইঙা পরে
হাওড়া পুলের খাম্বা
তোমরা দেখ না দেখ না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
বাঙালীরা গাভী পালে
গাইরে খাওয়ায় ঘাস
পশ্চিমারা দুধ খাইয়াছো
এই তো ইতিহাস
খেতে দেবো না দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
আমার হাঁসে আন্ডা পাড়ে
কার বিড়ালে খায়
মুক্তিযোদ্ধা ভাইরা এবার
বিড়াল ধরতে চায়
বিড়াল বাঁচবে না বাঁচবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
বাঙালীরা বাগান লাগায়
তাতে ধরে ফল
আমার ফসল খাইয়া গেল
লাল বাদুরের দল
খেতে দেবো না দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
বাংলা সম্পদ খাইয়া
জিহ্ববা লম্বা হইয়া গেছে
জিহ্ববা কাইটা রাষ্ট্র এবার
মুক্তিযোদ্ধা নিসে
জিহ্ববা থাকবে না থাকবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
সাত কোটি ঐ নর-নারী
হয়েছে তৈয়ার
দুঃখের সিন্ধু বঙ্গবন্ধু
কইরা দিবে পার
কিসের ভাবনা ভাবনা
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
ভারতবাসীর কথা শুনলে
খানে করে রাগ
দেশের করছিল সীমারেখা
মানুষ হয় নির্বাক
ব্যাডায় জানে না জানে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না