>বাজারে এখন শক্তি সাশ্রয়ী বাতি বেশ সহজলভ্য। তাই প্রচলিত বাতির বদলে শক্তি সাশ্রয়ী বাতি ব্যবহার করুন। এছাড়া প্রয়োজন নেই এমন জায়গায় বাতি জ্বলিয়ে রাখবেন না। এক কক্ষ থেকে অন্য কক্ষে যাবার সময় (যদি কেউ না থাকে) অবশ্যই খেয়াল করে বাতি বন্ধ করে যান।
>কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ওয়াশিং মেশিন ব্যবহারে বেশ ভালো পরিমান বিদ্যুৎ খরচ হয়। তাই ঠান্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে একসাথে বেশি পরিমান কাপড় ধোয়ার চেষ্টা করুন। অনেকের ধারনা গরম পানিতে কাপড় ধোয়ার কাপড় বেশি পরিষ্কার হয়। এই ধারনাটি ভূল। বর্তমান সময়ের বেশির ভাগ ডিটারজেন্ট ঠান্ডা পানিতে কাজ করে। এছাড়া কম তাপমাত্রায় ওয়াশিং মেশিনে বিদ্যুত খরচও কম হয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া হাতে গোনা দু’তিনটি কাপড়ের জন্য ওয়াশিং মেশিন ব্যবহার অর্থনৈতিকভাবে মোটেও লাভজনক নয়, কারন বার বার ব্যবহারে বিদ্যুত খরচ বাড়বে।
>অফিসের ফ্যাক্স এবং ফটোকপি মেশিন প্রয়োজন না থাকলে বন্ধ করে রাখুন এবং প্রয়োজনের সময় চালু করুন, এতে শক্তির অপচয় কমবে। কম্পিউটার বিদ্যুত সাশ্রয়ী উপায়ে ব্যবহার করুন। এছাড়া ২০ মিনিট বা বেশি সময়ের জন্য টেবিল থেকে উঠতে হলে (যেমনঃ লাঞ্চে গেলে) কম্পিউটার বন্ধ করে যান। এই নীতিটি অফিসের পাশাপাশি বাসায়ও অনুসরন করুন।
>আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি প্রয়োজনীয় যন্ত্রের নাম কম্পিউটার। খুব শিঘ্রই কম্পিউটার আপগ্রেড করার চিন্তাভাবনা থাকলে একটু বাজেট বাড়িয়ে ডেস্কটপের বদলে ল্যাপটপ কেনার চেষ্টা করুন। এতে যে কোন জায়গায় বহন করার সুবিধার পাশাপাশি বিদ্যুত সাশ্রয় করতে পারবেন। উল্লেখ্য, ল্যাপটপে ডেস্কটপ কম্পিউটারের চেয়ে বিদ্যুত খরচ অনেক কম হয়।
>মোবাইলে ফোনে অপ্রোজনীয় স্ক্রিন সেভার বা ব্যাটারির চার্জ কমে এমন অপশন যথাসম্ভব বন্ধ রাখুন। এতে শক্তির খরচ যেমন কমবে তেমনি একবার চার্জ দেয়ার পর দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলে ফোনে চার্জ দেয়া পূর্ণ হলে চার্জারটি খুলে রাখুন। শুধু মোবাইল চার্জার নয়, ব্যবহার না করলে টেলিভিশন সহ সব ধরনের বৈদ্যুতিক পন্যের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন বা আনপ্লাগ করে রাখুন। কারন, অন থাকলে স্ট্যান্ড বাই অবস্থাতেই কিছু পরিমান বিদ্যুত খরচ হয়, যার বিল আপনাকে ব্যবহার ছাড়াই গুনতে হবে। বেশ কিছুদিন আগে যুক্তরাজ্য এক সমীক্ষায় জানিয়েছিল, যুক্তরাজ্যে প্রতি বছর আনপ্লাগ অবস্থায় যে পরিমান বিদ্যুত খরচ হয় তা দিয়ে প্রায় লক্ষাধিক বাড়িতে সারা বছর বিদ্যুত চাহিদা মেটানো সম্ভব!
>বাজারে এখন সব ধরনের ইলেকট্রনিক্স পন্যের শক্তিসাশ্রয়ী সংষ্করন পাওয়া যায়। তাই কেনার সময় শক্তিসাশ্রয়ী পন্য কিনুন। শক্তিসাশ্রয়ী হলে সাধারনত তা পন্যের গায়ে লেখা থাকে। এছাড়া পন্যের গায়ে Energy Star লেখা লেগো থাকে। উল্লেখ্য, Energy Star শক্তিসাশ্রয়ী পন্যের একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড।
লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ দুপুর ২:১৭