কেবল তরঙ্গ-মাঝে কণার অবয়ব।
....
বুঝেছিলেন হাইজেনবার্গ
সন্দিহান সবাই, লোকটা বলে কী!
বড়-ছোট-মেজো, সব দলের, সব স্তরের
এমনকী, বন্ধু অ্যালবার্টও...
তবু হেঁটেছিলৈন
ভার্নার হাইজেনবার্গ
স্রোতের উলটো-মুখে--
যা খুশি ওরা বলুক
ওদের কথায় আসবে না কিছু, যাবেও না
আমার কথাই থেকে যাবে
এ আমার বজ্রনির্ঘোষ।
সে কথাই রয়ে গেল অনন্তকালের বুকে।
লেখক: রাহুল রায়
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৫