স্বপ্নগুলো নীল, রহস্যময়, বড্ড অদ্ভূত :
প্রাচীন সূর্যের আলো বিবর্ন,
ভাঙ্গা দেয়াল...ইট...কংক্রিট ছড়িয়ে-ছিটিয়ে...
তারই মাঝে ধ্বংসস্তূপ জুড়ে দাবড়ে বেড়াই
হয়ে ক্লান্ত অ্যাজটেক যোদ্ধার ভূত।
স্বপ্নগুলো রহস্যময়, যতটা হতে পারো তুমি;
দূরে...আরো বহুদূরে স্বপ্নীল তোমার নিম্নভূমি।
মহাকালের কোন বাঁকে জানিনে গিয়ে
লুব্ধকের আলোয় ভাসে ওই নীল চাঁদের হাট,
বহুকাল আগের ম্লান কোন সকালে দেখি
পম্পেইর আকাশ কমলা মেঘে মেঘে ভরাট।
ছায়াপথটা বেঁকে-চুরে দ্বিতীয় পৃথিবীতে কিম্ভূত...
স্বপ্নগুলো আমার জানো এমনই অদ্ভূত।
ব্যাবিলন থেকে ইরামে ছুটে যাই অশ্বপৃষ্ঠে আমি
দেখি মেক্সিকোর ম্লান কোন দুপুর,
ব্ল্যাকবিয়ার্ডের বুভূক্ষা নিয়ে নীলনদ পেরিয়ে খুঁজি
মিশরের প্রাসাদে তোমার প্রাচীন অন্ত:পুর!
ঢেউ ওঠে দূরে...লোহিত সাগরের নীল জলে,
প্রহেলিকা, মায়া...ভ্রম...ছায়া জলে-স্থলে।
রাত্রি আর দিন মিলে যায়, কুয়াশাচ্ছন্ন মহাপ্রান্তর...
মাঝে তার আছে পড়ে কিছু সাদাটে পাথর,
নেই দূর্বাঘাস নেই আর কিছু শুধু তুমি-আমি...
বসে নিশ্চুপ- মহাকাল স্তব্ধ নিথর।