বিশাল জনসভার বিগ্গাপনের মতো বিগ্গাপন দেখে মনে হচ্ছে সেলবাজারের কাছে "সামহুয়ার "- ই সেল হয়ে গেছে।
এতো বড় বিগ্গাপন, মনে হচ্চে সামহয়ার ব্লগ এক বিশাল বট গাছের নীচে এক পরগাছা হয়ে আশ্রয় চাইছে।
বিগ্গাপন থাকবে ভালো কথা, তবে- একেবারে গিলে যেন না খায়!!!!!!
এখনতো মনে হচ্ছে হাঙরের বিশাল "হা" এর ভিতর ব্যাংগাচি ঢুকে পড়ছে।
আমরা ব্লগের মাঝে বিগ্গাপন চাই, বিগ্গাপনের মাঝে ব্লগ চাইনা।
তবে কি , টিভি বিগ্গাপনের ফাঁকে নাটক, পত্রিকার বিগ্গাপনের ফাঁকে খবর পড়া আর নানারকমের বিগ্গাপনের ফাঁকে ব্লগিং করাই হবে পোড়া কপাইল্লা নিয়তি।
আপনারা কি বলেন????? মতামত চাই।
এ পর্যন্ত যাদের খারাপ লেগেছে- এতো বড় বিগ্গাপনটি
নিমপাতা ১২
এন ইউ এমিল
সালমান ফার্সী
মোঃ ফয়সাল আবেদীন
এস বাসার
চারশবিশ
মাহবুবুল ইসলাম (সুমন)
শুটকাভাই
এমজামান
অয়োময়
জোরে আওয়াজ দিন, সংখ্যাগরিষ্ঠতা চাই।