সাংবাদিক আর রিপোর্টাররা সংবাদকে তুলে আনে। আর ব্লগাররা তাদের চিন্তার পরিশীলতা আর সৃজনশীলতার বিকাশ ঘটায় পারস্পরিক মতামত আদাণ প্রদানের মাধ্যমে।
কিন্তু ব্লগারদের এরকম আচরণে নিদারুন ব্যতিত হলাম
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের দূর্ঘটনাকবলিত জীবনাবসান- এ জাতীয় পোস্টে মন্তব্যের খড়া। এযেমন একেবারে স্বাভাবিক ঘটনা। মানুষ মরে গেছে এ এমন আর কি????
খুলনা বিশ্ববিদ্যালয় বাসের চাপায় শিক্ষার্থী নিহত
আবার এ জাতীয় পোস্টে দেখুন- জালে যেমন মাছের পোনা ধরা পরে অগণিত- এখানেও সে অবস্থা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কি বেগুনের চাহিদা বেশি
ঠিক তেমনি সমকামি বিষয়ক একটি পোস্টে চলছে ব্লগারদের মিছিল।শ্লোগানের বন্যা।
প্রতিটি পোস্টে আলোচনা হোক, সমালোচনা হোক , ক্ষতি নেই। কারণ এটাতো মুক্ত মন্চ। তবে কষ্ট হয় তখন যখন একটি ভালো কবিতা, একটি ভালো গল্প, সুন্দর একটি প্রবন্ধের ৫ মিনিটের মাথায় সলিল সমাধি ঘটে।
আমার এই পোস্টটিতে শত শত কমেন্টের বন্যা। অনেক আগের লেখা। এখনো মন্তব্য আসে। ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য।
কিন্তু অন্য একটা নিক থেকে অনেক গুলো গল্প লিখেছি, যেগুলো অনেক পত্রিকায় দেশে বিদেশে প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে কোনো মন্তব্য নেই। নেই কোনো পাঠকের সমাদর।
অনেক নতুন ব্লগার ভালো লিখা পোস্ট করে কমেন্ট না পেয়ে উৎসাহ হারিয়ে ফেলেন।
আমি তাদেরকে বলি, যেখান জলজ্যান্ত মানুষের মৃত্যু কারো বিবেককে নাড়া দেয়না, সেখানে সামান্য কবিতা,গল্প, প্রবন্ধের আন্ডায় কে এসে উম দিবে???
নিদেন পক্ষে প্রতিদিন পাঁচ জন মানুষের প্রশংসা করুন, দেখন আপনার জীবন সুন্দর হয়ে ওঠবে। অথচ একটি + দিতেও আমরা নিদারুণ দৈনতা প্রকাশ করি।