দোহাই শ্রমিক তোমরা মালিকের পেটে লাথি মের না
তোমরা জানো না আমাদের কাঁচা টাকার কত দরকার
জানেই তো আমার মোবাইল বিল মাসে পঞ্চাশ হাজার
তার সাথে আমার বউ , মেয়ে , ছেলে আর টিএন্ডটি নাম্বার
তোমরা তো জানোই এখন পেট্রলের দাম কত বেড়ে গেছে
তোমাদের আরো জানা উচিত সোনার দাম অস্থিতিশীল
বউযের দাবী এখন আরো দু সেট গয়না
আমার মেয়ে দেশের সেরা ইউনিভার্সিটি পড়ে
তার জন্য একটা নতুন মডেলের গাড়ী
নইলে বান্ধবীদের সামনে প্রেষ্টিজ থাকে না
দেশের সবচেয়ে সেরা স্কুলটাও
আমার ছেলের পছন্দ হচ্ছে না
সে এখন সুইজারল্যান্ড এ পড়তে চায়
তার বেতনের খরচ চালাতে আমার ত্রাহি ত্রাহি অবস্থা
আর আমাদের টমি তার মুখে দেশী খাবার রোচে না
হাজার হোক বিলেতি কুকুর তো
তোমাদের বোঝা উচিত এতবড় দায়িত্ব
তার উপরে তোমরা যদি
আমাদের বেতন বাড়ানোর জন্য চাপ দাও
ব্যাপারটা কি তোমাদের জন্য ভালো হবে?
যদিও তোমাদের বেতন দাবী
আমাদের একমাসের সিগারেট বিল এর চেয়ে কম
তবু আমরা শঙ্কিত এতে
তোমাদের কি অপরিসীম ক্ষতি হবে?
আমরা মুনাফ করতে পারবো না
আমাদের টমিরা না খেয়ে থাকবে
আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে যেতে পারবে না
সেটাও সমস্যা না
সম্যসা হচ্ছে যদি তোমরা আমাদের দাবী না শোন
তাহলে আমরা কলকারখানায় তালা ঝুলিয়ে
অন্যদেশে আয়েসের জীবনে চলে যাব
তোমরা তখন না খেতে পেয়ে মারা যাবে
তোমরা তখন কচু খাবে?