প্রার্থনায় ঢেউ ওঠে
কান্নার দমকে দুলে দুলে ওঠে,
গোপন পাপের স্মৃতি তাড়িত করে গোপন আক্ষেপে
নিরব ফোঁপানী, উচ্চ স্বরে কেঁদে ওঠে কেউ কেউ হঠাৎ
নিরব চেয়ে রই শুন্যে
অসীম শুন্য- আরশ কুরসী পেরিয়ে অসীমে যার শুরু!
দেহে চক্রাবদ্ধ হৃদয় হাসফাস করে
আনুগত্য শুধু আনুষ্ঠানিকতায়! কি অসীম আনুগত্যে
রুকু, সিজদা, দাড়িয়ে থাকা। অথচ যাপিত জীবনে কি ভিন্নতা!
প্রার্থনায়ও তাঁরই সাথে সমস্বরে কাঁদছে সবাই অজ্ঞাত ভয়ে অজ্ঞানতায়।
আরো গভীর শুন্যানুভব
আকড়ে ধরে গভীর সত্যের দৃঢ়তায়, সৌগন্ধ ছোঁয়ায়।।
মুক্তির আহবান মাথা কুটে মরে
বোধের সীমান্তে লোভ, মোহের কাঁটাতার
দেহাতীত চেতন ঝলক দিয়ে যায় পলকে; বস্তু মোহে
আটকে থাকে মন সসীমতায়, ক্ষনিকভ্রমে চিরন্তনী উপেক্ষায়।।
দেহের মাঝে দেহাতীত সত্য
খুঁজে পাই সেই আমার আমি মুর্শিদী ওয়াহদানিয়ায়।
সপ্ত জমীন সপ্তাকাশের ওপারে
পরম শুন্যতার ডাক, শাহরগের নৈকট্য ধাঁধা
মিলে গেলে; আনুগত্য প্রেম উথলে ওঠে মানব প্রেমের
কলেমায়; তুমি আমি এক হয়ে যাই – একে অন্যের রহস্য হয়ে।।
ঈদ মোবারক

ছবি কৃতজ্ঞতা :https://createcustomwishes.com