আমাদের সকলের সামু সামহোয়্যার ইন ব্লগ সরকারী নির্দেশে ব্লকড।
এ নিয়ে নোটিশ বোর্ড পোষ্ট ষ্টিকি আছে এখনো।
তারপরো অনেক ব্লগার বিষয়টি নিয়ে বেশ কনফিউজড! বলেই মনে হচ্ছে।
আজ সকালে কয়েকটি পোষ্ট (থেকে কপি করা কিছু) মন্তব্য পড়ে মনে হলো বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত।
(লেখার প্রয়োজনে আপনার মন্তব্য কোট হয়েছে। কারো আপত্তি থাকলে জানাবেন।)
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন ভাই, আমি কুয়ালালামপুরে আছি। আরাম করেই তো সামহোয়্যার ইন ব্লগ চালাচ্ছি। দেশে কোন সমস্যা হলেও আমার মনে হয় সেটা সাময়িক। এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের উচিত একটা ভাষ্য পোস্ট করা। সিরিয়াস ব্লগারগণ মহা টেনশনে আছেন এটা তো ঠিক নয়। এর অবসান হওয়া জরুরি।
শায়মা বলেছেন: এখন লগ ইন করা যাচ্ছে!
সবাই ট্রাই করো!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮০
লেখক বলেছেন: তাই নাকি
জুনাপুর প্রশ্নের উত্তর দাও
১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬০
জুন বলেছেন: @ শায়মা ভিপিএন ছাড়া নরম্যালি কি লগ হচ্ছে ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩০
লেখক বলেছেন: শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!!!!!!!! জুন আপু ট্রাই করো আবার!
এই কনফিউশনের কারণ কিছু কিছু আইএসপি সামহোয়্যার ইন ব্লগকে পর্ণ সাইট মনে না করায় খোলা রেখেছে। এবং আমরা কেউ কেউ লগিন করতে পারছি নরমালি। আর প্রবাসী ব্লগারগণতো পারছেনই।
ঘটনার শুরু ১৭ তারিখ।
অফিসে ঢুকেই লগিন করতে গিয়ে পেলাম বাঁধা।
প্রথম নিজের পিসি প্রব্লেম মনে করে গুতাগুতি! নাহ বাকী সব সাইট চলছে। সামুর কি হলো।
দিলাম আইএসপিকে ফোন! বললেন সময় নিয়ে জানাবেন।
সন্ধ্যা পেরিয়ে যায়! সামুতে ঢুকতে না পারার তিয়াসে প্রাণ আইটাই!
আবার ফোন।
প্রথমে রিকু, পরে ঝাড়ি!
স্যার দেখছি। জানাচ্ছি বলে দিন চলে গেল।
পরদিন একই অবস্থা! ফোন দিতেই জনালো স্যার মেইলে রিপ্লাই দিয়েছি।
বিটিআরসির নির্দেশ সাইটটি ব্লক করা হয়েছে। দু:খিত স্যার এর বেশী কিছু করার নেই।
মনের দু:খে মনে হল বনে যাই। বললেই হলো। প্রমাণ চাই। আবার দিলাম মেইল।
ভোক্তা হিসেবে আমাকে সেই নির্দেশনার প্রুফ দিতে বল্লাম। সন্ধ্য নাগাদ মেইলে এটাচমেন্ট পেলাম।
দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া!
হায়! সামু পর্ণ সাইট লিস্টে!
সেফ ইন্টারনেট ফর কিডসের সরকারী তালিকায় সামু পর্ণ সাইট!!!!!!!!!!!!??
ধরনী দ্বিধা হও।
মডারেশন প্যানেলে যোগাযোগ। উনারাও দু:খজনক ঘটনায় তব্দা!
জানাপু বিটিআরসিকে মেইল দিলেন। কিন্তু কোন জবাব নেই।
ধীরে ধীরে গুঞ্জন। গুঞ্জন থেকে হাহাকার!
অত:পর বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের মূখে এলো নতুন বিস্ময়কর উত্তর -
জীতায় স্বার্থবিরোধী কর্মকান্ডের জন সামু ব্লকড!!!
‘জাতীয় স্বার্থ’ রক্ষায় সামহোয়ারইন ব্লগ বন্ধ!
এর নিন্দা জানিয়ে বিবৃতি এলো। নিউজ হলো, হচ্ছে! নোটিশ বোর্ডে লিংক থাকায় আর পোষ্ট ভারি করলাম না।
দেশী বিদেশি ডয়েচে ভেলেব্রিটিশ ডেইলি মেইল সহ দেশী বিদেশী অনেক মিডিয়াতেই সামু ব্লক করা নিয়ে বিস্ময়!
কিন্তু কুম্ভকর্ণদের যেন চোখে কুলো কানে তুলো!
অবিলম্বে এই হাস্যকর নির্দেশ প্রত্যাহার করা হোক। ভুল হওয়া দোষের নয়, ভুল স্বীকার না করা দোষ।
আর এই অগনন অন্তর্জালে দুই চার হাজার সাইটের নাম তালিকা করে কি পর্ণ বন্ধ করা যায়!
সবচে মজার এবং হাস্যকর অভিজ্ঞতা হলো- আজ সকালেই সরকারী লিষ্টের একটা লিংকেই পরীক্ষা মূলক ট্রাই করলাম
কন্ট্রোল চেপে লিংকে ক্লিক করতেই মহা সমারোহে পেইজ ওপেন হয়ে গেল! দ্রুত বন্ধ করে তাদের কুপমন্ডুকতায় হাসলাম!
নীতি নৈতিকতাকে বাই বাই বলে, গণতন্ত্র, ভৌটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে, লাঠিয়াল আর জাল দিয়ে কি নৈতিকতা বাঁচানো যায়? ধর্মকে কোনঠাসা করে, সৎ, সত্য, সততাকে দূরে ঠেলে স্বাধীনতার স্বার্থবাদী ব্যাখ্যা নিয়ে আর যাই হোক একটা সুস্থ প্রজন্ম আশা করা বৃথা। কে বোঝাবে কারে?
সম্মানীত ব্লগারগণ যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন। সক্ষমতা এবং সামর্থ্য নিয়ে।
তথ্য, যোগাযোগ, অবিহতকরণ সর্বোপরি জাতিগত ভাবে এর নেগেটিভ প্রভাব এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেইই থেকে (শুন্য) হয়ে যাবার প্রত্যক্ষ পরোক্ষ ফলাফল নিয়ে সজাগ করা জরুরী।
ফেসবুকে ব্লগার গণ এক্টিভলি #free_somewhereinblog, #save_somewhereinblog হ্যাশট্যাগ কার্যক্রম চালাচ্ছে।
সকলে আরো বেশি এক্টিভ হলে বিষয়টা সরকারের নজরে পড়বে বলেই আশাবাদী।
প্রতিবাদে প্রোফাইল পিক বদলে প্রতিবাদ শুরু করেছেন অনেক সম্মানীত ব্লগার গণ।
এর পাশাপাশি এহেন হীন ঘটনা এবং তাঁর তীব্র প্রতিবাদে দারুন শিল্পমান সম্পন্ন ইউনিক এক বা একাধিক প্রতিবাদী লোগো এবং সহজে প্রোফাইলে এড করার ছোট্ট অফিসিয়াল প্রোগ্রাম বানাতে টেকি ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ করছি। যাতে সকলেই প্রতিবাদের এক রঙে সকলেই রঙিন হতে পারি। সামু মডারেশন আশা করি উদ্যোগ নিয়ে আমাদের প্রতিবাদকে শানিত করতে সহায়াতা করেব।
সাুম মুক্ত হোক নিষেধাজ্ঞার কাটাতার থেকে!
মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকুক
সংবিধানের মৌলিক মতপ্রকাশের অধিকার সমুন্নত থাকুক।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭