অধরা
বনলতা, সুরঞ্জনা, শ্রাবন
চির অচেনা
স্বপ্নের চশমিস স্বপ্নেই
জনম জনমের আপন
জাগতিকতার তীব্রালোকে হারিয়ে যায়;
স্বপ্নের মায়াবী জোৎস্নালোকে আনাগোনা!
কে বলে পাইনি! পেয়েছিতো
আত্মায়
স্বত্তায়
তাইতো তুমি-অনন্ত স্বপ্ন মানসী।
শুধু তুমি-ই বুঝলেনা-
এ জনমেও
আরজনমের মতোই
বুঝতেই জীবন পেরিয়ে যায়!
একা কাঁদি জাতিস্মর* যাতনায়!
ভালবাসি
আবার ফিরুক সে আবেগ
আবার উঠুক ঝড়
হৃদয়ের সব না বলা কথারা
অবরোধ করুক মনের ঘর!
হারিয়ে যাওয়া অব্যক্ত আবেগেরা
নার্গিস হয়ে নিম্মচাপে
উত্তল করুক ভাবনার সমুদ্র
আছড়ে পড়ুক প্রথম ছোঁয়ার আবেগে
প্রথম অনুভবের তীব্রতা লয়ে- - -
মাতাল ভালবাসার অমৃত স্বাদ লয়ে
সরল কিশোরী আবেগে,
তারুন্যের উচ্ছাসে, যৌবনের মত্ততায়
প্রজ্ঞার পরিমিত সজ্ঞায় -
একবার বলো ’ভালবাসি’
*জাতিস্মর = যার পূর্ব জন্মের কথা মনে পড়ে যায।
ছবি ঋণ: গুগল