নামের ভিড়ে নাম হারিয়ে যায়
নাম স্মরণে মুক্তির জ্ঞানদিশা পাই
নামে পরিচয়, নামে ভয়-অভয়
নাম সন্ধানে নাম খুঁজে বেড়াই।।
নিরানব্বই সংখ্যা সীমায় নয়- অযুত, নিযুত
লক্ষ, কোটি অনন্ত অসীম নামনামায়;
পবিত্রতম নাম সমূহের অধিকারী ইশারায়*-
নামাবলী হৃদয়ে জড়াই নামধ্যানে শান্তি আশায়।
আদম, মূসা, ইসা, কৃষ্ণ, মোহাম্মদ
শুধু নাম নয়, চেতনায় নাম স্মারক
নামানুভবে সৎ-সত্য-সুন্দরের বিকাশ
পবিত্র নাম সমূহে নিত্য প্রভুর প্রকাশ।।
নামে প্রীতি, নামে ভক্তি নামেই শক্তি
প্রিয় সে নামেই পাই অনুপ্রেরণা মুক্তি
সকল নাম মিশে যায় সেই এক নামে
ওয়াহদানিয়াত মিলে স্মরণে যে’নাম প্রেমে।।
*
বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। ... ِ [সুরা বনী ইসরাইল আয়াত-১১০]
"আল্লাহ্র অনেক সুন্দরতম নাম আছে; সুতরাং তোমরা সে সব নামেই তাঁকে ডাকো।" [সুরা-আরাফ, আয়াত-১৮০]।