ইনকা থেকে মায়া,
রোমান, গ্রীক, হিব্রু, সিন্ধু
চৈনিক, অ্যাসিরিয়, ব্যাবিলনীয় সুমেরীয়
মেসোপটামিয়ার মোড়ে মোড়ে অদৃশ্য দীর্ঘশ্বাস!
ঐশ্বর্য, ক্ষমতা, দম্ভ- স্মৃতি লয়ে
ইট পাথরের বস্তু পড়ে রয় অবহেলায়
প্রকাশকারী কই? ইতিহাসের পাতায় পাতায়
খুঁজে ফিরি হারানো সূত্র - চেতনার বিকাশ!
বস্তুবাদ মূর্তিবাদ ভোগবাদ
একে অন্যে পরিপূরকতায় দেহাত্ববাদী
অন্ধত্ব, পূথিগত, জাগ্রত জ্ঞানের পথ পেরিয়ে
পরম জ্ঞানে মেলে দেহে দেহাতীত সত্যের আভাস।
মাধ্যম বিনা প্রকাশ নাই
সমর্পিত কেন্দ্রেই সকল আবর্তন;
দৃশ্য-অদৃশ্য বস্তুতে অবস্তুর নিত্য বিবর্তন
মহাকাল, বস্তু দিয়ে লেখে অবস্তুর ইতিহাস!
ছবি ঋণ: গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১