বিজয়ের সূর্য ওঠে
রক্ত লাল টকটকে তাজা রক্ত রঙে চমকে ওঠি!
প্রতিদিন সংবাদ শিরোনামে মনে হয় স্বদেশ আবারো রনাঙ্গন
চলছে যুদ্ধ! গণতন্ত্র রক্ষার যুদ্ধ! মুক্তির যুদ্ধ! স্বাধীনতার যুদ্ধ।
বাক স্বাধীনতার যুদ্ধ! ন্যায় বিচারের যুদ্ধ!
ইতিহাস কি একই পথে ঘোরে? একাত্তর থেকে বর্তমান!
ক্লাইভ থেকে ইয়াহিয়া চেয়েছিল দাবায়া রাখতে বাঙালীরে
হত্যা, ভয়, দমন, পীড়ন, জুলুমে - পারে নাই। সাত মার্চ
এক অঙুলীর ইশারায় বাঙালী ঝেটিয়ে বিদায় করেছিল।
মুক্তির শ্বাস না নিতেই চমকে ওঠে বাঙালী
পিঠে স্বৈরাচারিতার দীর্ঘশ্বাস চল্লিশ না পেরুতেই!
চাবুকের বদলে চেতনার দোহাই আর উন্নয়নের গণতন্ত্রের
ককটেল মিক্সচারে আত্ম-স্বীকৃত স্বদেশী স্বৈরাচারী শোষক ।
বাংলার দিনলিপিতে কলংকের আখরে লেখা হয়
গুম খুন, ধর্ষন আর বিচারহীনতার কুখ্যাত ইতিহাস
নিব্বাক অসহায়ত্বে নিরুপায় আমজনতা! বোবা কান্নায় ভারী বাতাস!
সুবোধ পালিয়ে বেড়ায়!
ধ্রুবতারার দিশায় চলে নাগরিক- মুক্তির আশে
তিতুমীর, ক্ষুদিরাম, সূর্যসেন এ মাটিরই সন্তান
আত্মঘাত থেকে বাংলা মাকে বাঁচাবে বলে
মাটি কামড়ে পড়ে থাকে নিয়মতান্ত্রিকতার প্রতিষ্ঠায়-
এবারের লড়াই সত্য আর মিথ্যার, ন্যায় আর অন্যায়র
সুন্দর আর অসুন্দরের। অস্ত্র নয় বুলেট নয়
ব্যালট যুদ্ধের অপেক্ষায় কোটি যোদ্ধা! অসম মাঠ।
অন্ধ দলান্ধতার কালপট্টি চোখে প্রশাসন, সব উপেক্ষা করেই।
এবার তোমার সময় হে যোদ্ধা
মুক্তির মাসে বিজয়ের মাসে
বিজয়ের সূর্য উঠবে তোমার হাতে
একাত্তরের চেতনায়, জাগো। বাংলা মা ডাকছে তোমায়।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭