১
একদিন শেষ হবে সকল ব্যস্ততা
মুছে যাবে গোধুলির রং
স্মরণের আঁধারে কেবলই স্মৃতিতে
চোখের জলেই খুঁজো বরং।
২
না সোনা, সীতা হয়োনাকো- পারবনা হতে রাম
পারবনা নিতে অগ্নি পরীক্ষা- অগ্নিসম
জ্বলবে আমারই বুক-তোমার অগ্নি হাটায়
না হয় হোক কলংক; তবু রাধা হয়েই থাকো- আমি হবো শ্যাম।
৩
গোপিনীরা তো কেবলই লীলা,
তুমি সখি রাধা -প্রাণ
কৃষ্ণ জানে- কোথা পেয়েছে
খুজে কোথা সে ভগবান!
৪
চোখের কাজল এঁকে- দাওনা কপালে
নজর না লাগে কারো সাজ সকালে
মুগ্ধ মনোহর আহা কি সুন্দর
সুবহানাল্লাহ - অপরুপ যেন স্বর্গের হুর!
৫
তাজ মহল বানিয়ে শাজাহান
অমর যদি হয় মহান
আমি দেখেছি মমতাজ তোমাতে আজ
নাইবা কেউ রাখল স্মরণ!!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯