গঙ্গারিডই থেকে বাংলাদেশ
ক্ষমতার উত্থান পতনের ঢেউ আছড়ায় নিত্য
বিম্বিসার, শশাঙ্কের আলোর পাশাপাশি
মাৎসানায়ের কালো চক্রাবর্তনের ইতিহাস বারংবার!
গোপাল সিরাজ মুজিব মুক্তির মাইলফলক
ইতিহাসের গতি ঘুরে যায় বারবার মুক্তির আশায়।
রক্তাক্ত প্রাসাদ, জনপদ, অলি গলি
গণতন্ত্র পলাতক। প্রাণ খুঁজি-্ শ্মশানে কবরে।
অথচ স্বপ্নগুলো কত সহজ সরল ছিল -
‘ওগগার কত্তা গাইক ঘিত্তা দুগ্ধ সজুক্তা
মোইলি মচ্ছা নালিত গচ্ছা দিজ্জই কান্তা খা(ই) পুনবন্তা।’
কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি,
মৌরালা মাছের ঝোল এবং নলিতা(পাট)শাক
যে স্ত্রী নিত্য পরিবেশন করতে পারেন তাঁর স্বামী পুণ্যবান।
আজও স্বপ্নরা ঘুরপাক খায় তেমনি সরলতায়
নিশ্চিত মোটা ভাত ডাল শাকেই খুশি আজো সুবোধ
অথচ শংকা নিত্য তাড়িয়ে বেড়ায় অতীতের মতোই;
রাজা আসে রাজা যায়- স্বপ্নরা ঝলসে ওঠে
হেডলাইট আলোয় পথপারের ক্ষনিক ঝলকে
ন্যাংটি থেকে টাই; চেতনায় তেলাপোকা তত্ত্ব!
আমরা সবাই রাজা- চেতনায় জেগেছিল একাত্তর
স্বপ্নরা আরেকবার ঝলকে উঠেছিল মুক্তিআশে
চল্লিশ না পেরুতেই হাহাকার!
মাৎসানায় ঘিরে ধরে দলান্ধতায়
গুম, খুন, মামলা- অধরাই রয় সত্য
তেলাপোকা তত্ত্বে মাথা গোঁজকরে পালিয়ে বাঁচে সুবোধ!
##
@গঙ্গারিডই = বিসি দু হাজার বছর আগের বাংলার প্রাচীন নাম
@ ওগগার কত্তা গাইক ঘিত্তা দুগ্ধ সজুক্তা
মোইলি মচ্ছা নালিত গচ্ছা দিজ্জই কান্তা খা (ই) পুনবন্তা।
অর্থাৎ-
কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি, মৌরালা মাছের ঝোল এবং নলিতা (পাট) শাক যে স্ত্রী নিত্য পরিবেশন করতে পারেন তাঁর স্বামী পুণ্যবান। বাৎসায়ন থেকে জানা যায় যে, প্রাচীন বাংলার পুরুষেরা লম্বা নখ রাখতেন এবং যুবতীদের আকৃষ্ট করার জন্য নখে রং লাগাতেন। তবে নারীরা চোখে কাজল লাগাতেন। সমসাময়িক কবি মাঞ্চাধর থেকে নীহার রঞ্জন রায় আরো উলেখ করেছেন যে, ঠোটে লাক্ষারসের আলতা এবং খোপায় ফুল গুঁজে দেওয়া ছিলো তরুণীদের বিলাস-ব্যসনের প্রধান অঙ্গ ।
(প্রাচীন বাংলারইতিহাস থেকে সংকলিত)
http://www.kanakpkfolk.info/পà§à¦°à¦¾à¦à§à¦¨-বাà¦à¦²à¦¾à¦°-à¦à¦¾à¦·à¦¾/