সেই আনকোরা আবেগ - - -
মনে পড়ে?
আঁচলের একটু ছোঁয়া, রুমালের ঘ্রানে শিহরন!
গ্লাসে ঠোট লাগানো পাশে একটু ছোঁয়ার সুখ!
আবেগ টুকু বাঁচিয়ে রেখো
আবেগই আনে অনুভব অনুভবেই জীবন।
একটু চোরা চাহনির তীব্র সূখ
একটু ইশারার খুশিতে আকাশ ছোঁয়া লাফ
একটু হাসিতে স্বর্গ হাতে পাওয়া
হাতে হাত রেখে সেই ’সব’ পাবার অনুভব।
অনুভুতি টুকু বাঁচিয়ে রেখো
অনুভবেই প্রাণ, প্রাণেই জীবন।
পথ পানে চেয়ে থাকার সূখ
চুলের ঘ্রাণে মাতাল হওয়া নেশা
নি:শ্বাসে কস্তুরী মৃগনাভির পরশ
আলিঙ্গনে স্বর্গের সিড়ি বেয়ে যাওয়া !
আবেগ টুকু আগলে রেখো
আবেগ মেঘের মতো- স্মৃতির ছায়ায়
জীবনের নিষ্ঠুর উত্তাপ থেকে আগলে রাখে!
আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো!
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫