সাঁতার!
সেই কোন জনমে শুরু
মনে পড়ে না কিছুতেই....
এ জনমের শুরুতে যেতেই বিস্ময় ঘোর!
আলো আর শক্তির চোখ ধাধানো বিচ্ছুরণে
তীক্ষ্ণ গুঞ্জন কুন....
ছড়িয়ে পড়া মহাশুন্যে
সেই থেকে শুরু, বাতাসে সাতার
ইথারে সাতার, শুন্যে ভেসে থাকার-
টিকে থাকার, অসীম সাতারু কসরত।
অগণন লক্ষকোটি রুপান্তরের পথ বেয়ে
যখন চেতন হলো:
দেখি জেলি জলে নতুন জীবন
লেজ নিয়ে ছুটোছুটি...
কোটি কোটি প্রাণের স্পার্মাটোজোয়া জগত
যাপিত জীবনের কত আয়োজন
সেরেটলি প্রাসাদে অ্যামিনো এসিড, সাইট্রেট,
এনজাইম, ফ্রুক্টোজ
প্রাণে প্রাণের বাহার প্রাণময়তায়
কি দারুন স্বচ্ছন্দ জলজ জীবন! কায়ক্লেশহীন।
অদৃশ্য, অচেনা ইশ্বরের ইচ্ছায় কত কোটি কোটি প্রাণ
কোথায় হারিয়ে গেল কেউ জানি না!
সাতরাতে সাতরাতে তারা আর কখনোই ফিরে আসেনি ---
এমনই একদিন- যেদিন কেয়ামত শুরু হলো –
প্রচন্ড প্রলয়ের উত্তাপে, উন্মাতাল প্রচন্ড গতি
সনিক বুম, ব্রহ্মান্ড উথাল পাতাল, দিগ্বীদিক
এলোমেলো সুতীব্র টান অপ্রতিরোধ্য- -
ছিটকে পড়লাম এক অচেনা জগতে!
ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১