অচ্ছুৎ অষ্পৃশ্য মনে হয় নিজেকে
নিজের দিকে চেয়ে নিজেই চমকে উঠি
আমার কিছুই নয়
আমার কেউ নয়-ভেতরে বাইরে!
লোমকূপের ঘন জঙ্গলে আবৃত
এ দেহ - এক অসীম বোঝা
বোধের মাত্রায় বহনের ভিন্নতা
জাররা অনুভবে বিশ্লিষ্ট হলে চমকে যাই
সতেজ কুড়ি সময়ের গা বেয়ে
কুচকে গেলে পূজা হারিয়ে যায়
অর্থ যৌবন আর কৌলিন্যের পূজারীর ভীরে
নিজেকে খূঁজে পাইনা।।
অন্ত্র, তন্ত্র আর শিরা উপশিরায়
প্রবহমান লাল জলে-নীল বায়ুর বিক্রিয়া
থেমে গেলে- কীটানুর আহার;
হায় কি নিবোর্ধ অহংকারে যাপিত জীবন!
খুঁজে খুঁজে হয়রান মন তৃষিত হিয়ায়
খূঁজে পায় সেই অথৈ অতল
কিছু থাকেনা- কিছু নেই- কেউ নেই-
শুধূ পাই জল! আমার আছে- শুধুই নোনা জল!
ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫