যেতে যেতে পথে
জীবনের ঘুর্নিতে টাল মাটাল
তুমি এক দমকা হওয়া
থমকে দিলে অনন্ত পথ চলা!
মুগ্ধতার আবেশ -
আমি পেয়েছি তাহারে পেয়েছি
অভিকর্ষ মহাকর্ষ ভুলে
দুজনার আপন ভুবনে কক্ষপথ যায় বদলে;
ত্বরণ সরণ মাত্রার অংক ভুলে
আবেগের ষষ্ঠ মাত্রায় সহজিয়া অনুভবে
আত্মার অসীম মাত্রায় তোমাকে খূঁজে পাই
হাজার মাইলের দূরত্ব পেরিয়ে - ছুুঁয়ে আছো।
হেসেই উড়িয়ে দাও
অবিশ্বাসের শেন্য দৃষ্টি বাক্য আর উপহাসে
দৃঢ় অনুভব সত্যতায় আকাশ ছোঁয়
তুমি স্থির ত্রি-মাত্রিকতায়।।
বিশ্বাসের অসমতায় দোলে প্রেম
রাশিচক্র, জীবন চক্র আর জন্মচক্রের ফেরে
অসীম দূরত্বে হারানোর আগেই
তোমাতে মিশে যেতে চাই।
শূন্যতার পর্দা সরিয়ে দিলে
বোধ আর অনুভব যখন দেবে থির
তুমি চেয়ে থাকবে অনিমেষ
তুমি আমি আমি তুমি একে অন্যে বিলীন!
চোখ মেলে খুঁজবে আমায়
পাবেনা খূঁজে আর; হারিয়ে গেছি-
মহাসত্যে খুঁজে নিও নিজের ভেতরেই,
মুক্তো দানা চোখের জলে।
ছবি কৃতজ্ঞতা: অর্ন্তজাল
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯