এক তৃষ্ণার্ত হৃদয়
জনম জনমের মরুতৃষা বুকে
আছড়ে পড়ে মহাকালে ঘাটে ঘাটান্তরে
চাতক মাথা নোয়ায়- তৃষ্ণা ভুলে!
শ্রাবন আসে
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাঁথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ দেয়াল-পেয়েও না পাবার যাতনা!
স্বপ্নরা আবার স্বপ্ন হয়ে যায়!
আশা লয়ে
মন গুমড়ে মরে-অসহায়ত্বে
দূরত্বের মহাদেয়াল অনতিক্রম্য নয়
অনুভবে দ্বিধা, সামাজিকতার বোধ মূঢ়তায়
গড়ে চীনের প্রাচীর - দুটি আত্মায়!
যে সূখের আশে-
চলে যেতে চাও-যা্ও
বাঁধা দেবনা। অনুভবের শপথ
এ যে জনমের বন্ধন! মানো বা না মানো -্ এই সত্য ।
সে সুখ পাবেনা কোথাও এ হৃদয় ছেড়ে-
ভেঙে যায় বুক
সৃষ্টির প্রথম ভাঙনের শব্দে
প্রথম ব্যাথার তীব্রতায়-নীল বিষে
লীন হতে হতে সুতীব্র প্রার্থনায় বাড়াই হাত
তুমি সুখি হও।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫