ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কথকতায় ভাবনায় উদাস মন
ক্ষণে ক্ষণে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।
সে জনমেরই ভোরে
বাসন্তি ইতিকথা
আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়া!
বুনো উন্মাদনায় মাতাল
মুগ্ধ আবেশে আমি বিহ্ববল-
দুষ্টু হাওয়া খেলে লয়ে তোমার আঁচল
প্রকৃতি হাসে আপন প্রকাশে-বিকাশে!
অধরে অমৃতাস্বাদন
রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর
মিলন সূখে, ভোর দেয় থির!
ভোরের আজান, শঙ্খধ্বনি, গির্জার ঘন্টা ঢং ঢং
আমার হৃদয়ে ভোর হয় তোমার ছোঁয়ায়
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২