অঙ্গ বঙ্গ মগধের পথ বেয়ে
বিম্বিসারের আর অজাত শত্রুর আলোয় আলোকিত
নন্দের দিকে চেয়ে ভীত নজরে আলেকজান্ডার ফিরে যায়
অশোকে হাত ধরে মৌর্যের শৌর্য ছড়ায় ভুবন জুড়ে।
প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্কের সোনালী আলো
হারিয়ে যায় তিরোধানে-অত:পর শত বছরের
অন্ধকার মাৎসানায় আত্মকলহ, গৃহযুদ্ধ, গুপ্তহ্ত্যা,অত্যাচার
অত:পর পাল তুলে হাল ধরেছিল গোপাল;
শত বছরের ব্যবধানে ছিড়ে যায় সে পাল
অত্যাচার অনাচার আর প্রহর যাতনার
সিন্ধু থেকে বাংলা
পালা বদলের শত সহস্র ইতিহাস
বিন কাসিম থেকে বখতিয়ার খিলজি
শোষিতরা কালে কালে খুঁজেছে মুক্তির পথ
পালা বদলে শুধুই শাসক বদল
অধরা মুক্তি অধরাই চিরকাল...
বণিক, সুফি, সাধু
বাংলার আকাশে শরতের মেঘ
কখনো সূখ কখনো দু:খ
চির বুঘলকপুর বাংলা মাথা নত করেনি।
শায়েস্তা খাঁ, গিয়াস উদ্দিন আজম শাহ
সোনালী সময়ে ধনে ধানে সূখে-
বারবার ঈগলের নজরে বাংলা -ঈশা খাঁ বারো ভূইয়া
প্রতিরোধ ক্ষত বিক্ষত শত সংগ্রামের ইতিহাস।
পলাশীতে সিরাজের সাথে আবারো ডুবে
স্বাধীন সূর্য; অবিমৃষ্যকারী জগৎশেঠদের লোভের বলি
মীর জাফরের প্রতারণা আজও কুড়ে কুড়ে খায়
স্বাধীনতার আকাংখায় মাথা নত না করা বাংলা জাগে বারবার।
অত্যাচারী বৃটিশের শোষনে আবারও রক্ত ঝড়ে
তিতুমীরের বাঁশের কেল্লা অসম সাহসের প্রতীক
সিপাহী বিদ্রোহ, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাষ্টার দা সূর্যসেন
শত দেশপ্রেমিকের আত্মদানে ১৯০৭ বেয়ে আসে ১৯৪৭।
বাংলার আকাশে ওঠে মেঘে ঢাকা স্বাধীনতা সূর্য
পদে পদে নতুন খোলসে পুরানো পরাধীনতায়
ফুসে ওঠে আত্মা - ভাষার দাবীর পথ বেয়ে স্বায়ত্বশাসন
স্বাধীকার থেকে স্বাধীনতা- টগবগ করে ফোটে আকাঙ্খা
চির মুক্তি আকাঙ্খী আত্মা আবারো জেগে ওঠে
স্বর্ণালী একাত্তর! নক্ষত্র দিশায় শেখ মুজিব : ইতিহাসের নব লিখন
রক্তের নদী পেরিয়ে গঙ্গারিডই থেকে বাংলাদেশ...
সবুজের বুকে লাল পতাকা- পত পত !
বাইশ পরিবার থেকে বাইশ লক্ষ
রুপান্তরের নাম বদলে কাঁদে অসহায় মুক্তিপিয়াসী
শাসক পাল্টায় শুধু শোষন অবিরাম
ফিরে শশান্কোত্তর মাৎসানায় -রূপ ভিন্নতায়
শোষন জুলূম গুম খুন অত্যাচারের প্রতিবাদ
মৌলিক অনুভবেই জাগায় বারবার
শান্ত বাঙালীর প্রশান্ত মনে দ্রোহের আগুন
সেই কাংখিত মুক্তির আশায়...
আজো ফুটপাতে সেই সত্য
অন্নহীন বস্ত্রহীন, আশ্রয়হীন
মৌলিক মানবাধিকারহীন
ভিন্নমত আর মুক্তপথহীন
মুক্তির- মুক্তিযুদ্ধের চেতনা ভুুলুন্ঠিত হয়
মসনদের মোহমায়ায়-আসক্তি আর বিভ্রমে!
প্রকৃত বিজয়রে স্বাদ কবে হবে আমজনতার!!!!
মুক্তির পথ আর কতদূর????
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা
ছবি কৃতজ্ঞতা : অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬