আমি আমার আমিকে দেখেছি তোমার চোখে
সবার চোখের চেয়ে ভিন্ন,
কত বহুমাত্রিকতায়
জীবনের স্বপ্নের টানাপোড়েনে
ভোগ-ত্যাগ, বিলাস-দারিদ্র, উল্লাস-বিষাদ
আবেগের শেষ পরতে এসে থির!
লেখক, কবি, শিল্পি, আঁকিয়ে
নায়ক, গায়ক, শিল্পের পতি হয়ে
জীবনের শেষ -
একাকার সেই হতদরিদ্রের সাথে!
তবে কি বৃথাই ছুটে বেড়ানো
মোহ কুহকে, সুনাম আর খ্যাতির বিড়ম্বনায় ?
আমি কে?
কেন এ জনম জনম ভ্রমন?
মহাকালের কত ক্ষুদ্রাতি অনুপল সময়
অথচ -স্মৃতিভ্রষ্টের মতো-ব্যস্ত অন্যকিছুতে!
ব্যবচ্ছেদ টেবিলে খুঁজি আমাকে
পঞ্চভুত ভূতেই মিলায়-আগুন মাটি পানি হাওয়া
প্রত্যেকে আপনাপন গন্তব্যে রুপ বদলে
আমি আমাকে খুঁজে বেড়াই!
সকল বাহ্যিকতা বিলুপ্ত হলে
সকল চাওয়া শান্ত হলে
সকল বিভ্রাট দূর হলে
প্রশান্ত হৃদয়ে বন্ধ করি নয়ন-
খুলে যায় অন্তহীন জগতের দরজা!
বস্তুর নাশ-বিনাশের চক্র শেষে
আলো আর শক্তির এক আক্ষরিক বহুমাত্রিক জগত
আমার আমি বিলুপ্ত সত্বাকে খুঁজে পাই
শুভ্র আলোকময় জগতে-
একই রুপ! একি বিস্ময়!
স্থান কাল সময়ের বাঁধাহীন
নিত্য অনিত্য সে কালে সব একাকার
পার্থিব সকল আয়োজন অর্থহীন সেখানে
শুভ আত্মার চর্চা টুকু ছাড়া!
সে মহালোকে মহানন্দে
আলোর বাহনে চড়ে, আলোকময় ভুবনে
তোমার অপেক্ষায় সখি -
স্বাগত: অনি:শেষ ভুবনে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪