প্রতিদিনের উদয়াস্তে এগিয়ে যাই
অনিশ্চিত নিশ্চিত গন্তব্যে
বেখেয়াল-
ভোগ আর মোহের পর্দা ভুলিয়ে দেয়!
জন্মের আজানের নামাজের সময়ের
ঘনিয়েছে কাল -
এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!
কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়
অথচ কর্ম কেবলই ক্ষয়িষ্ণু জীবনের তরে
পূর্বাপর স্মৃতিহীন ভাবনাহীন
হারানো অতীত অনাগত ভবিষ্যত!
বর্তমান পলকে মিলায়
কল্যান আর শুভ কর্ম স্বপ্ন আর আশায়
অথচ হিসাব নিকাশ কেবলই কর্মের!
নাগিনী কামসুরে অবশ মন বিবশ দেহ
শিঙ্গাধ্বনীর সনিক বুম কাটাবে মোহ
পাবেনা সময় আর!
শেষ প্রহরের আগেই হে মন
কুড়িয়ে নাও ধন কল্যান আর শুভ কাজে
প্রশান্ত মন প্রশান্ত ক্ষন চিরন্তনের।
সুরা সাকীর বিভ্রম কাটাও মন
জনম দিনের শুভ ক্ষনে ডাকছে প্রকৃতি
কান পেতে শোন!
আর কত চক্রাবর্তন আর কত ভ্রমন
এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্মন
মুক্তির কর প্রত্যায়ন।।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩