স্তন ক্যান্সার - ভয় নয় সচতেনতা চাই! চাই ভালবাসা দেহাতীত!
প্রথম যেদিন শীৎকার চিৎকারে বদলে গেল
চমকে উঠেছিলাম!
তোমার প্রিয় সুখ বদলে গেল অসুখে
একদিন, দুদিন, বহুদিন…
হঠাৎ অলখে কর্কট তোমাতে বেঁধেছে বাসা কেউ বুঝিনি!
অত:পর
ডাক্তার প্রথম যেদিন ইতস্ত:ত করছিলেন
বুঝেছিলাম অমঙ্গল কিছু একটা…
রাতের পর রাত নির্ঘুম!
তুমি জেগে উঠেই আহলাদে জড়িয়ে ধর,
বলোনা কি হয়েছে? বুকে পাষাণ বেঁধে-
আলতো আদরে শুইয়ে দিই তোমায় - কিছু হয়নি বলে!
তোমার স্তনে যে ক্যান্সার সে কথা কি করে বলি !
সেই প্রথম অনুভব, প্রথম সোহাগ, প্রথম পাগলামো
আমার সুডৌল স্তনপ্রীতিতে
অবাক হয়েছিলে খুব!
নিত্যকার খুনসুটিতে তা নিয়েই তুমি ছড়াতে সুবাস
হাসি আনন্দ মিলনে পরিপূর্ণতায়!
প্রেম, আলো, সুবাস যেমন লুকানো যায় না
ব্যাথা কষ্টও বুঝি তেমনি-
তোমার স্তন ক্যান্সার!!! ফেলে দিতে হবে-তোমাকে বাঁচাতে হলে!
তুমি ভেঙ্গে পড়লে অনেক বেশি!
তুমি ভীতা হলে! সন্ত্রস্ত হলে,
শূন্যতা তোমাকে কুড়ে কুড়ে খেত!
আমাকে কি কেবলই মাংসাসী মনে হয়?
ঠোট চেপে ধরলে- বলতেই!
তোমার অংগ কে তো ভালবাসিনী –
তুমিই আমার প্রেম।
আমার পা ভেঙ্গে গেলে তুমি কি ফেলে যেতে?
কিংবা হাত?
তবে?
আমরা দু’জনে মিলেই করব জয়
ভালবাসায় ভরে দেব ভুবন-
সমস্ত অলিক চেতনায় কুঠারাঘাত করে
দেহাতীত সত্যে, আত্মার ভেতরে আত্মায়
প্রেমের আলো জ্বালাবো-প্রেমে।
[ ইপ্সিতা চৌধুরীর একটা লেখা]
ছুঁয়ে গেল। যদিও আজ কোন বিশেষ দিবস নয় । তবু তাঁর আহবান-
>> যেটা বলতে চাচ্ছিলাম- নারীর এই বিশেষ অঙ্গ নিয়ে যেমন লেখালেখি বা আঁকা হয় বেশ...
তেমন তাদের এই বিশেষ অঙ্গের সমস্যাগুলো নিয়ে সচেতনতামূলক লেখা বা আঁকা ও আসা দরকার...
কারন ইদানিং নারীরা স্তন্য ক্যান্সার সহ যোনীতে বিভিন্ন রোগে ভুগছে বেশি...... ”
তাই বিষয়টিকে প্রণিধান করে সামান্য চেষ্টা করেছি।
সচেতনতা আর প্রকৃত ভালবাসা দিয়ে সব জয় করার স্বপ্ন আর আশ্বাস নিয়ে!
স্বভাবতই -ডেডিকেটেড টু..ইপ্সি!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯