১।
আমাদের সকল কিছূ
শূন্য হয়ে যায় ভ্রমণের শেষাংকে!
আর থই খুজে পাইনা।
এরপর কি?
এরপর কি?
সবই ধোঁয়াসা, অজানা!!!
সেই শূণ্যতা ভুলতেই কি
মানুষ এত এত জড়কে জড়িয়ে থাকে!
সেই শূণ্যতার ভীতি কাটাতেই
আপনাআপন বানানো খেলা খেলে?
ভীতি পরিত্রাণের আশায়ই
স্বপ্ন দেখে!
নৈকট্যের জন্য এত আকুলি বিকুলি!!!!
কে খোঁজে কারে? কে পায় কারে??
২।
অধরা স্বপ্নগুলোকে স্বপ্ন বানিয়েই
যাকনা বয়ে সময়-
স্বপ্ন পূর্ন হলেই বুঝি মৃত্যু হয়
তাই শুধু ভয়। হারাবার ভয়
জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো !
তাই হোক - হোক স্বপ্নেই বসত
অনন্ত স্বপ্ন সময়ের,
যার শুরু আছে শেষ নেই---
কেবলই ভাবনায় সূখের বাসর;
সূর্যাস্তের মতো, প্রতিরাতে নোনাজলে রবে
নতুন স্বপ্নের সূর্যোদয়ের স্বপ্ন।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২