এখন সময় কই?
এত প্রশ্নোত্তরের! রোবোটিক জীবনের
এলগরিদম মেলাতে
কেবলই ছুটে চলা!
অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে,
টিআরপির সাথে সাথে,
কিংবা পার্টনারের নতুনত্বে!
স্বপ্ন এখন রেসের ঘোড়া! স্বপ্ন ছাড়া কেউ নেই- কিন্তু
তুমি যে স্বপ্ন খোঁজ-তা
বাণিজ্যিক ফুটপাতে হাঁটা
বেকারের মতো-অবলম্বনহীন!
ভালবাসা? এখন কেবলই 'ভাল' বাসা,
সহজে মেলে না- মেলে তো মূল্যটাও চড়া,
তাতেই ভার মাসভর বুক!
সকল তৃষ্ণা টাকার শরীর জড়িয়ে রয়।
কান্না তো পরাজয়ের!
চলমানতা কেবলই বিজয়ের, যে কোনো উপায়ে হোক
স্বৈরাচারের সাথে উন্নয়নের ককটেল মিশিয়ে কিংবা
অঝোর ধারায় গণতন্ত্রের গড়িয়ে রক্ত.. টিকে থাকার লড়াই
এখন বড় বেশি পাষাণ নাগরিকতা
চোখের জলে খোঁজে অভিনয়! কিংবা ন্যাকামো
হৃদয় তো কবেই হারিয়েছে টু-লেট বিজ্ঞাপনের ভীড়ে-
অনুভুতির গভীরতা ত্রেডিট কার্ডে!
বড্ড সেকেলে রয়ে গেলে! এখনো! ফাইভ স্টার সেভেন স্টারে
তৃষ্ণাপূরণের অন্তহীন আয়োজন
স্বাদের কত রকম ইনগ্রেডিয়েন্ট -
যা সহজলভ্য তার জন্য আকুলতার সময় কই?
সানি যখন আইডল, সবকিছূই উলোটপালট
বড্ড বেশি প্রফেশনালিজম এখন মিলনেও!
নিউরনে অদৃশ্য কম্পিটিশন স্টাইলের ~~~
সুখেরা মাথা কুটে মরে!
কৃষ্ণ প্রেম এখন কেবলই কাব্য গাঁথা,
রাধা এখন বড্ড বেশি প্রফেশনাল
দেহের বাইরে দেহাতীত সত্যে আগ্রহ নেই কারো,
স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, ফ্লাটে পায় মুক্তি.....
হৃদয় তো কবেই মৃত
আরাধ্য পৃথিবী কেবলই বস্তুনির্ভর!
যাতনা কারে বলছো?
এখন যারা হৃদপিন্ডের শব্দ শুনতে পায়;
হারিয়ে যেতে হয় অন্ধকারে
ব্যর্থতার তিলক তকমা কপোলে এঁকে...
চলমান গল্প সীসা লাউঞ্জে, কত অযুত নিযুত চুমুক
শরীরটাই আর নিজের দখলে নেই
হৃদয় তো নেই-ই! ওরা- আর কী লিখবে তাতে!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮