পয়তাল্লিশটি বছর কেটে গেল
কথা রাখবে কি?
কথাই তো দিলনা কেউ!
সেই একাত্তরের এক প্রতিশ্রুতি ছাড়া
আর কি, কবে পূরণ হল?
ছাব্বিশ পরিবার থেকে ছাব্বিশ হাজার, লাখ
শোষকের, সামন্তবাদীর পতাকা বদল
সুবিধাবাদী, কমিশনন্ড শ্রেনী সত্ত্বার বিকাশ ছাড়া
সামগ্রিকতার ভাবনা কই?
কালো রাত্রিতে ঢাকা পড়ে আকাশ
বিবর্ণ স্বপ্নেরা কালোতে হারিয়ে যায়
নিকষ কালো রক্তের লালে আরো কালো হয়ে যায়
ষড়যন্ত্র, লোভ, মোহ আর চক্রান্তের জালে।
ভিন শত্রু সহজেই চিহ্ণিত করা যায়
স্ব-দেশী আবরণে বিভ্রান্তি বাড়ে
মাথা গুজে পড়ে রয় আমজনতা
সাত কোটি থেকে ষোল কোটি
সমস্যা বাড়ে জ্যামিতিক-
স্বপ্ন ছোট হতে হতে দু-কামরায়
খেয়ে পড়ে বেঁচে থাকাতেই আটকে যায়
অধিকার, বিনোদন ভ্রমণ, পরিবেশ, স্বপ্ন
টকশোর বিষয়, কর্পোরেট হাউজিংয়ের বিজ্ঞাপন!
সেই নিকানো উঠোন
চোখ যতদূর যায় খোলা প্রান্তর
শরীর মন জুড়ানো পাগলা হাওয়া...
গিজগিজি ফ্লাটে বন্ধ ফ্যানের ঘড়ঘড় আওয়াজে হারায়।
অাগামী পৃথিবীর নাগরিক
টোকাই হয়ে যায় ভোগি চেতনায়
শিক্ষা বানিজ্য হয়ে গেলে- কত মিডিয়ামে শিক্ষা
নিজেদের পৃথক করে নেয় শুরু থেকেই!
স্বাধীনতার চেতনার রক্তক্ষরণ হয় অঝোরে
মস্তিস্কে, হৃদয়ে, অংগে অংগে
আইসিইউ-তো কর্পোরেট সেবায় নিবেদিত
আইজুদ্দির জন্য সময় কই???
বঙ্গ- বাহাদুরের মতো কাঁদায় লুটুপুটি খায়
স্বপ্ন- স্বাধীনতার, ভালভাবে বাঁচার
নিজের দেশে মাথা উচু করে নিরাপদে থাকবার
পিতার আত্মাও ঢুকরে কেঁদে ওঠে ----
আরেকবার তর্জনি তুলে কে জাগাবে
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আমজনতার, আম মানুষের, নিপিড়ীত জনতার।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০০