যদি স্বপ্নগুলো ধরা যেত
৫৪ বা ৫৭ ধারায়। কার্যকারণ ছাড়াই হতো গ্রেফতার
স্বপ্নে স্বৈরাচারিতায় ঠেকায় কে! বাস্তবই বাদ-সম্বাদহীন যেখানে।
শুধু সূখের আর প্রেমের স্বপ্নগুলো ছাড়া;
স্বৈরাচারীর স্বপ্নের ননষ্টপ রিমান্ড চলত অন্তহীন
দূর্নীতিবাজদের স্বপ্নকে পাঠিয়ে শেয়ারবাজারে
মজুতদারের স্বপ্নের গুদামে লাগাতম আগুন
রাজনীতিবিদের স্বপ্ন-আন্দামানে নির্বাসনে ।
সূখের স্বপ্নগুলো জিরো ইন্টারেস্টে পেত লোন
প্রেমের স্বপ্নগুলো পুরণে রিজাভৃ ফান্ড পুরোটই হতো উন্মুক্ত
সকল প্রেমিক আবেদনের আগেই জামিন মঞ্জুর হতো
অপ্রেমিকের সপ্নের সব তথ্য-সম্পদ বাজয়োপ্ত করে…
সুর আর ফুলে ভালবাসাহীন স্বাপ্নিকের ঠিকানা হতো
কনসেন্ট্রেশন ক্যাম্পে-নাৎসি থেকে আবু গারিব।
সুশীল স্বাপ্নিকেরা স্বপ্ন দেখা ছেড়েদিত
স্বপ্নে তৈলবাজি, দলান্ধতার সুযোগ নেই বলে!
বুদ্ধিবেচার দল স্বপ্ন বেঁচার আইডিয়া হারিয়ে
আত্মহত্যার স্বপ্ন দেখতো অহর্নিশি
ভালমানুষেরা স্বপ্নের পূর্নতায় অল্পতেই
সন্তুষ্টির ষোলকলা পূর্ণতায় হাসতো ভরা পূর্নমিার হাসি।
হঠাৎ আক্রমন -গুম, খুন ধর্ষন, মূখোশের আড়ালে
তীক্ষ্ণ এনোফিলিশ শেল বিধঁতে থাকে
চর্তুমূখি। দিশেহারা স্বপ্ন জেগে ওঠে
একরাশ জ্বলুনি নিয়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬