গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ
আগামী ২৪ অক্টোবর ২০১৪ তারিখ সকাল ১০.৩০ মিনিটে শহীদ মিনারে সরকারের গ্যাস , বিদ্যুৎ , তেলের দাম বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করবে বিক্ষুব্ধ লেখক , শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ.
উক্ত প্রতিবাদ সমাবেশে আপনি উপস্থিত থাকুন
আবু জুবায়ের
সমন্বয়ক,
বিক্ষুব্ধ লেখক , শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ
০১১৯৮০১৬০৮২
[email protected]
Facebook.com/Owaca
আজ মেইলটা পেলাম। মনে হল না সব ফুরিয়ে যায়নি। সব চামচামি আর দালালীর নেকটাই পড়ে নেই। দেশ, জনগন এবং বাস্তবতা নিয়ে এখনও কিছূ মানুষ ভাবে।
সফল হবে কি হবে না ..পরিণতি কি হবে সে সব না ভেবে প্রত্যেকের জীবনেই এই মূল্যবৃদ্ধির প্রভাব হবে সূদুর প্রসারী -সেই বোধকে জাগ্রত করে চলুন যে যার স্থান থেকে অংশগ্রহন করি, সশরীরে, ভার্চুয়ালী, লেখনিতে, ম্যানুয়ালী আরেকজনকে এই বিষয়ে সচেতন করে।
>নাগরিকের দিকে তাকাও। কর্পোরেট কোম্পানীর মুনাফার দিকে নয়।
>জনতা বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে নেতা-নেত্রী হতে পারবে!
>পরিসংখ্যানের কচকচানি নয়- চাই মোটাদাগের দু:শ্চিন্তামুক্ত বেঁচে থাকা!
>রিজার্ভের ভারে নয়-পেটটা ভরে খেতে চাই মোটা ভাত-ডাল চিন্তাহীন।