চেতনাবাজ, অতি চেতনাবাজ, শাহবাগী, ইমরানি অইমরানি সকল ভাই লোগ আইস....জামায়াত বিরোধী, ......হক্কলে
একি?
জামায়াত নিষিদ্ধের দাবী! তার জন্য লিগারদের হুহুংকার!!! সব কি মিটে গেল?
শাহবাগীদের সাথে এইরকম বৈঈমানির পরও কোন বিবৃতি নাই কেনু?
এইরকম পাল্টি খাওয়ার পরও কি বাংলা পরীক্ষাই চলতাছে?????
কি আজব!!!
পদ্মা সেতুতে ইসলামী ব্যাংকের ২ হাজার কোটি টাকা!
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের জন্য ইসলামী ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা নেয়া হবে। তারা যে প্রক্রিয়াতেই দিক, সেভাবেই নেয়া হবে। বিনিয়োগের সব দরজা ইসলামী ব্যাংকের জন্য খোলা। গতকাল রাত আটটায় রাজধানীর রেডিসন হোটেলে ‘শরিয়া ব্যাংকিং: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের সেমিনারে সভাপতিত্ব করেন। এর আগে টি২০ বিশ্বকাপের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে ২ কোটি টাকা অনুদান হিসেবে নিয়েছিল সরকার।
আওয়ামী রাজণীতির এই পল্টিবাজি কি নতুন? নয়!
১৯৮৬তে যে নির্বাচনে অংশ নেবে সে জাতীয় বৈঈমান, ঘোষনা দিয়ে শেখ হাসিনা নিজেই তা সেজে ছিলেন!
৭২-৭৫ থেকে আজব্দি স্ব-বিরোধীতায় ভরা তাদের কর্মকান্ড!
মূলে স্বার্থ। হয় ব্যক্তিক, নয় দলীয়।
তবে দেশের স্বার্থে কোন নজির খুজতে হলে দূরভীন লাগতে পারে।
জামায়াতে ইসলাম নিয়ে তাদের খেলা, যুদ্ধাপরাধ নিয়ে তাদের খেলা, শাহবাগের গর্জন কই?????
এর আগের বিশ্বকাপেও স্পন্সর তারা। জাতীয় সংগীতের রেকর্ডেও তারা! সরকার যদিও বলেছে এই টাকা ফেরত দিয়েছি- কই কোন প্রমাণ আছে কি?
আর টাকার গায়েতো লেখা থাকে না-কোনটা কার টেকা
আবার আরও যুক্তি দেয়-পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কার্যরত একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে অর্থ নেয়ায় তিনি কোনো ‘সমস্যা’ দেখছেন না।
ভাল কথা। তো আপনার দল দেশের সরকারী নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন পাতার পর পাতা বৃবিতাবাজি, গলাবাজি করেছে-আপনিতো একটি কথাও বলেন নাই!
বরেন নাই তারাতো এই দেশে সরকারের অনুমোদিত একটি সু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এদের বন্ধের দাবী বা আলোচনা রাষ্ট্রেরই বিরেদ্ধ কথা বলার সমান!!!!!
ও এখনতো হাজার কোটি টাকার খেলা!! তাই সব পল্টি!!!!
এই বৈপরীত্য, এই নোংরা খেলা আর কত?
লীগে যোগ দিলে সকল রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া! চেতনার নাম দিয়ে জাতিকে বিভক্ত করা, জামায়াতের বিরুদ্ধ রণ হুংকার দিয়ে তাদের সাতে তলে তলে প্রাকশ্যে হাজার কোটি টাকার লেনদেন...
কি চেতনা ভাই বেরাদারগণ কিছু বোঝায়া যানতো!!!!!!
তবে কি শাহবাগ ছিল সরকারের আইওয়াশ মুভমেন্ট!!!
তিন স্তরের নিরাপত্তায় বড় বড় কথা বলারা কই এখন?
জামায়াত নিয়ে এই পল্টিবাজির কারন কি? কেবলই অর্থ?
তবে চেতনার নাম করে জাতিকে বহুধাবিভক্ত করা কি শত্রুদের প্লান?
জামায়াতের সাথে সম্প্ক ছেদের যে জ্বালাময়ী আহবান ছিল- ইমরান গংয়ের অর্থনৈতিক উত্থানে কি তারও অংশ আছে???? (যে যত বেশি বিরোধীতা তত বেশি টাকা টাইপের
বুঝিনা বাপু!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০