ব্লগে আমরা সবাই কি সুশীল শ্রেণীতে উন্নীত হয়েছি! নাগরিক বোধ! প্রতিবাদ আর ন্যায্যতার অনুভব কি তবে বোধহীন!!!
হ্যাঁ । ভাবনাটা কুড়ে কুড়ে খাচ্ছে।
সকাল ৮ টা থেকে এখন রাত আটটা পর্যণ্ত ব্লগে প্রকাশিত লেখা গুলো পাতি পাতি করে খুজলাম। নাহ নেই।
কোথাও নেই। বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে কোন লেখা, আক্ষেপ, প্রতিবাদ....
মাত্র এক লাইনের একটা লিংক ! সবেধন নিলমনি!
বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ৬৯ শতাংশ বাড়ছে
বলছিলাম ছোট্ট একটা খবরের কথা। যার প্রভাব কিন্তু আমাদের সকলের জীবনে মোটেও ছোট নয়। প্রতিটা ক্ষেত্র যা আমাদের প্রভাবিত করবে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধি।
বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দর ১ মার্চ থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিস্তারিত আসছে......
বিদ্যুতের দাম ৭ শতাংশ বেড়েছে
কি ভাবছেন? যাহ এত নটঙ্গি করে এই কথা । এত সবাই পড়েছে । জানে।
আমিওতো তাই বলছি- সবাই যদি জানেই তবে সবাই কি মেনেও নিয়েছে। !
মানবেনাতো কি করবে? একটা ব্লগ লিকে কি করা যাবে?
এইরোসো রোসো- এই ব্লগেই কিন্তু একটা লেখার স্ফুলিংগ থেকে অনেক কিছূ হয়েছে। হবার চেষ্টা হয়েছে- যুদ্ধাপরাধীর বিচার থেকে শুরু করে শাহবাগ, বহু বহু বিষয়ে.... আজো কিন্তু ছোট ট্যাগ ঝুলে কিন্তু অনেক বড় প্রতিবাদের প্রতীক হয়ে সাগর রুনির হথ্যার দিন গোনার ট্যাগ।
তাহলে ! এই মূল্য বৃদ্ধি কি কাউকে ভাবিত করে না। এর ফলে জীবন যাপন ব্যায়, উৎপাদন খরচ বৃদ্ধি, যার জের ধরে পরিবহন ব্যায় থেক শুরু করে প্রতিটা ক্ষেত্রে মূর্যবৃদ্ধির বাস্তবতা! তা সকলেই ইগনোর করে গেলাম!!!!!!!!!!!!
এতো জানতাম কেবল সুশীলরাই পারে- ক্ষমতার আর অর্থের বহুমূখি যোগানে তাদের কিোন কিচূতে কিছু যায আসে না। বরং প্রতিবাদীদের তুচ্ছ তাচ্ছিল্য করে!
তবে কি আমরা ভীত!
তবে কি মতপ্রকাশেরর স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে!
তবে কি গণতন্ত্র আজ রেপিংয়ে মোড়ানো প্লাষ্টিক ফুল!
বিদ্যুতের মূল্য কমানো হোক।
কুইক রেন্টালের বদলে স্থায়ী উৎপাদনে গুরুত্ব দেয়া হোক।
তাতে যদি দুয়েক বছর সাশ্রয় করতে যদি রাতে ১/২ ঘন্টা করে মোম/কুপি জ্বালাতে হয় তাও ভাল। কিন্তু আমরা কুইক ফাস থেকে মুক্তি চাই। স্থায়ী সমাধান চাই।