পড়ন্ত বিকেল, ডুবন্ত রবি, আলো আঁধারের খেলা
গোধূলি ছায়ায় জীবনের হিসাব, যায় না যে মেলা।
স্বপ্নডাঙ্গায় সোনালী রোদ্দুর, জাগে না তবু পুলক
ঝর্নাধারায় সুখের অবগাহন, নিমগ্ন বংশ তিলক।
যৌবনের রঙ, তুলির আঁচরে নিঃস্ব হয়েছে সবই
কক্ষচ্যুত রক্তধারা, বাঁধনহারা শৈল্পিক সেই ছবি।
হামাগুঁড়ি জীবন, নৈঃসঙ্গ্য প্রহর, যেন অথৈ সমুদ্দুর
তমসাবৃত পথ, খুঁজে বেড়ায় সে গন্তব্য আর কতদূর!
অসম্পাদিত