সাড়ে তিন বছর পর বিএনপি স্বমূর্তিতে ফিরেছে। অকারণে হরতাল দিয়ে সারা দেশ একদিনের জন্য অচল করে দিয়ে বিএনপি'র এই যাত্রা শুরু। এটা অবশ্য নতুন নয়। সরকারে থাকলে হত্যা, দূর্নীতি, জুলুম আর বিরোধী দলে থাকলে হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও বিএনপি রাজনীতির ঐতিহাসিক বৈশিষ্ট।
এই দলটি ক্ষমতার বাইরে থাকা একদমই সহ্য করতে পারে না। কারণ গনতান্ত্রিক পদ্ধতিতে এই দলের জন্ম নয়। সেনা তত্ত্বাবধানে সরকারী খরচে কিছু ভূইফোড় সুবিধাবাদী রাজনীতিবিদ, আমলা, জেনারেল ও রাজাকার নিয়ে এই দলের সৃষ্টি। উদ্দেশ্য ছিল ক্ষমতা টিকিয়ে রাখা।
জিয়ার মৃত্যুর পরে এই সুবিধাবাদী চক্র নিজের স্বার্থে খালেদাকে রাজনীতিতে টেনে আনে। ক্রমেই খালেদা জিয়া হয়ে উঠেন দেশের রাজনীতিতে এক বিষবৃক্ষ। গনতন্ত্রের প্রতি তার কোন শ্রদ্ধা নেই। তিনি সংসদে যেতে পছন্দ করেন না। সরকারী বাসভবনে না থেকে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করেন।
ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন অথচ ক্যান্টনমেন্টের বাড়ী অনৈতিকভাবে দখল করে আছেন।
তার কাছে দেশ এর থেকে ভালো আর কি আশা করতে পারে।