১. ব্লগে চাঁদগাজীর সাথে যদি ১ টি বিষয়ে আমার একমত হয়, সেটা হল ছাত্র রাজনীতি বন্ধের ব্যপারে। চাঁদগাজীর ভাষায় - পড়ালেখা না করা মধুর ক্যান্টিনের প্রোডাক্ট মেনন, মতিয়া রা দেশের কোন উপকার করেনি। দুই পরিবার বিরোধী এবং ছাত্র রাজনীতি বন্ধের ব্যপারে গত ৬ বছর ধরে লিখছি। চর্বিত চর্বনের মতই হয়ে যায় ব্যপারটা। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেও খুবই ছোট একটা 'মিঁও মিঁও গ্রুপ' এটা বন্ধ করতে নারাজ...
২. এই মিঁও মিঁও গ্রুপে আছে ব্লগার, রাজনীতিবিদ, শিক্ষিত(!) পেশাজীবি, বুদ্ধিজীবি(!), চুশীল সহ অনেকে। এঁনাদের কু-যুক্তি গুলো হল (চর্বিত চর্বন) -
* ছাত্র রাজনীতির অতীত ইতিহাস আছে। ৫২, ৬৯, '৯০ ব্লা ব্লা ব্লা
* মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়
* ছাত্র রাজনীতি বন্ধ করলে ভবিষ্যৎ নেতা(বেশীরভাগই অসৎ, লোভী) তৈরি হবে না
* পৃথিবীর অনেক দেশে স্টুডেন্ট কাউন্সিল আছে, তাই বাংলাদেশেও ছাত্র রাজনীতি থাকতে পারে (বেকুবি যুক্তি)
* ছাত্র রাজনীতি লেজুড়বৃত্তি পরিহার করে রাখা যেতে পারে, তারা শুধু ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে (বাখওয়াজ যুক্তি)
৩. গোপলঞ্জের ভিসি-কে ছাত্র রাজনীতিবিদরা পদত্যাগ করায় নি, সাধারণ ছাত্র ছাত্রীরাই বাধ্য করেছে তেনাকে পদত্যাগ করতে। নিরাপদ সড়ক আন্দোলন কোন ছাত্র সংঘটন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে। কোটা সংস্কার আন্দোলন কোন ছাত্র সংগঠন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে। তাই, লেজুড়বৃত্তি থাকুক আর না থাকুক, ২০০ বছর গোলামী করা জাতিতে কেউ 'নেতা' হয়ে গেলে ধরা কে সরা জ্ঞান করে। হাতে অস্ত্র আর পকেটে টাকা থাকলে যে কেউ 'দুষ্টুমী' করবেই...
৪. গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বুয়েটের শিক্ষার্থীদেরও তাদের দাবীতে অটল থাকতে হবে। অন্তত তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে তোমরা ছাত্র রাজনীতি খেদাও। এখন বুয়েট ছাত্রলীগের যে অবস্থা আর তোমাদের যে দৃঢ়তা, তাতে কেউ আর তোমাদের ব্যানার ছিঁড়তে আসবে না, কেউ তোমাদের হেলমেট দিয়ে মারতে আসবে না, কেউ রাতের বেলা হল ছেড়ে যেতে বলবে না...
৫. বিচিবিহীন ভিসি সহ সবাইকে বুঝতে হবে, 'মিঁও মিঁও গ্রুপ'-এর কারো সন্তান ছাত্র রাজনীতি করে না। ওঁরা প্রথম সুযোগেই বাইরে পড়ালেখা করতে চলে যায় বা পাঠিয়ে দেয়া হয়। যেসব টকমারানী ছাত্র রাজনীতি রাখার পক্ষে, তাদের ছেলে মেয়েরা কোনদিন ছাত্রাবস্থায় রাজনীতি করে না। দেশ চালায় সরকার। কোন ২২/২৩ বছরের বেয়াদব না...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬