১. বাংলাদেশ - এর সৌভাগ্য অন্তত একটা খেলায় তারা শীর্ষ ৮ দেশের একটা। তা হলো ক্রিকেট। ফুটবলের সুপারপাওয়ার আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা বাস্তবের সুপার পাওয়ার আমেরিকা সহ অনেক উন্নত দেশই ক্রিকেট ভালো খেলতে পারে না। তারা বাংলাদেশের কাছে হেরে যায়(বিশ্বকাপ পূর্ব আইসিসি বাছাই)। কিন্তু এটা নিয়ে তাদের কোন হীনমন্যতা নেই।
২. আমাদের ইংরেজি বলার সক্ষমতা চীন, জাপান, জার্মানী, রাশিয়া, ইতালি সহ অনেক দেশের চাইতে ভালো। কিন্তু এতে করে চীন, জাপান, রাশিয়া, জার্মানীদের কোন হীনমন্যতা নেই।
৩. ইন্ডিয়াতে খোলা জায়গায় পায়খানা করা জনসংখ্যা সবচেয়ে বেশী। আর 'দরিদ্রদের দরিদ্র' পাওয়া যায় ইন্ডিয়াতেই। সেই ইন্ডিয়ার লোকই আবার সবচেয়ে বেশী বেতনে চাকুরি করে মাইক্রোসফট, গুগলে।
৪. সব দেশ সব কিছুতে সমান পারদর্শী হয় না। সবার গর্ব করার মত বিষয়ও এক হতে পারে না। যে জাতি যে বিষয়ে কিছুটা কম পারদর্শী সে বিষয় নিয়ে হা হুতাশ করার কিছু নেই। বরং উন্নত মানসিকতার জাতি হিসেবেই নিজেদের তৈরি করা উচিত।
৫. ঐতিহাসিক ভাবে আমরা ভারতের প্রতিবেশী। ওরা মিডিয়াতে বিশেষ করে নাটক, সিনেমাতে আমাদের চেয়ে অনেক বেশী এগিয়ে। ওদের সিনেমা, নাটক দেখে আমরা সময় কাটাই। এখন আমরা কেন বাংলাদেশী অনুষ্ঠান/চ্যানেল দেখিনা, আমরা কেন বাংলাদেশী সিনেমা দেখিনা - এটা নিয়ে জোরাজুরি বা আফসোসের কিছু নেই। যারা হলিউড, বলিউড দেখে অভ্যস্ত তাদের কাছে বাংলাদেশী নাটক, সিনেমা বিরক্ত লাগবেই। আমরা ভালো নাটক, সিনেমা বানাতে পারি না - এই সত্যটা স্বীকার করতে আমাদের লজ্জার কিছু নেই। আমাদেরকে নাটক, সিনেমা দিয়ে বিশ্বের কাছে পরিচিতি পেতে হবে এমন কোন লক্ষ্য থাকাও উচিত না। আমরা যে ঘুষ, দুর্নীতিতে শীর্ষে সেটা নিয়ে লজ্জা থাকা উচিত, আমরা যে 'গণতান্ত্রিক রাজতন্ত্র' চর্চা করি সেটা নিয়ে লজ্জা থাকা উচিত। আমরা যে এখনও যানজটমুক্ত রাজধানী করতে পারিনি সেটা নিয়ে লজ্জা থাকা উচিত। আমরা যে, ৭/৮ লাখ টাকা দিয়ে সৌদিতে লোক পাঠাই সেটা নিয়ে লজ্জা থাকা উচিত।
৬. সুলতান সুলেমান প্রচারিত হলে কীসের এত সমস্যা? বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপন দিলে কেন এত চিন্তা? 'কালো টাকা সাদা করে', রাজনৈতিক সুবিধায় চাহিদার চেয়ে বেশী চ্যানেল খুলতে কে বলেছে? বাংলাদেশী চ্যানেল দেখাতে আমাদের কেন জোর করতে হবে? কোথাকার কোন হিরো আলমকে নিয়ে কে কি ট্রোল করলো, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ইন্ডিয়ানদের কাছে জাত জাত গেল বলে মাতম তোলারও দরকার নেই। আমরা বাংলাদেশী। আমাদের উন্নত হওয়ার আরো অনেক বিষয় আছে। নাটক, সিনেমাতে নাহয় পেছনেই থাকলাম...
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭