এই সকাল কড়কড়া ভাত তেল হলুদ লবনে ভাজি করে কাচা পিয়াজ দিয়ে খাওয়া সকাল
এই সকাল জমানো দুধের সরকে পিষিয়ে পিষিয়ে ঘি বানানো সকাল
এই সকাল গরম ভাত ঘি দিয়ে মেখে খাওয়া সকাল
এই সকাল খুদ বিরান খাওয়া সকাল ।
এই সকাল খেজুরের গুড়ের রসের পিঠা খেয়ে মাড়ি কাপানো
এই সকাল চাপি, চাপি বসিয়া পোড় জ্বালায়া আগুন তাপানো
এই সকাল মাচার লকে লকে লাউশাকের ডাটা ইছলা মাছ দিয়ে রান্না করার বন্দোবস্ত
এই সকাল গাছে নীচে পড়ে থাকা বিবর্ন হলুদ শুকনো পাতা ।
এই সকাল বারবনিতার শরীর বিকোনো মৌন হাসির সকাল
এই সকাল সারা রাতের প্রহরীর চোখ লাল সকাল
এ সকাল মাটি, নদী বেচা সকাল ।
এই সকাল পুকুরের স্থির পানিতে ভাব ঊঠা সকাল ।
এই সকাল আটোয়ার রাস্তায় সিগারেট হাতে ঘরহীন নেশাখোর সাদা যুবকের হাত পাতা সকাল
এই সকাল শুন্যে তাকিয়ে থাকবার সকাল, ফিরে না আসবার সকাল
এই সকাল সাগর রুনি, তনু, ত্বকি, বিশ্বজিদ, নুসরাত, আবরারের মায়ের বিলাপের সকাল, ।
এই সকাল নাম না জানা কোন মায়ের, যার সন্তান কে হত্যা করা হয়েছে
এই সকাল বিচার না হওয়া সকাল ।
এই সকাল পালিয়ে যাওয়া বিচারকের পেপসুডেন্ট টুথ পেস্টে দাত মাজা সকাল
এই সকাল নিজের অবসর নিজে নেয়া সকাল,
এই সকাল তাহাজ্জুদের ওয়াক্তে নষ্ট হওয়া ভোটের ব্যালট বাকসোর সকাল ।
এই সকাল মুখ বন্ধ করে রাখবার সকাল
অটোয়া
১৩/১০/২০১৯ [
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪০