কথপকথন
প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ ও তার প্রধান নির্বাহী ।
****************************************************************
প্রেসিডেন্ট - ডেংগুতে কত আক্রান্ত ?
নির্বাহী - প্রায় ৩২ হাজার ।
প্রেসিডেন্ট- মারা গেছে কত ?
নির্বাহী- প্রায় - ১২০ । মাননীয় প্রেসিডেন্ট আপনি কি ডেংগুকে মহামারী ডিক্লেয়ার করবেন ? এবং হুর সাহায্য নিবেন ? যেমনটা কম্বোডিয়া করেছে ?
প্রেসিডেন্ট - নাহ । সারা পৃথিবী ভাববে আমি ইনকমপিটেন্ট । যেমনটা গামা প্লাজাতে নেইনি । অনেক দেশ এগিয়ে এসছিল ।
নির্বাহী - তাতে তো মানুষ বেশি মারা গেছে ?
প্রেসিডেন্ট - মানুষ মরবেই । মানুষ জন্মেছে মরবার জন্য । ডেংগুকে গুজব হিসেবে চালিয়ে দাও । দেশ উন্নত হবার লক্ষন বল। বিরোধী দলের ষড়যন্ত্র বল । মসজিদ, মন্দিরে ময়লানা, পুরোহিতদের দোয়া করতে বল । যারা প্রগতিশীল তাদের বল ডেংগুর বিরুদ্ধে কবি গুরুর গানের সাথে মোমবাতি জ্বালাবে । টেলিনর কে বল মোমবাতি স্পন্সর করতে ।
প্রেসিডেন্ট- ঈদে বাড়ী যাওয়া আসাতে মরবে কত ?
নির্বাহী- প্রায় ৩০০ ।
প্রেসিডেন্ট- লন্চ ডুবিতে কত মরতে পারে ?
নির্বাহী- ৬০০ থেকে ১০০০ ।
প্রেসিডেন্ট- গামের্ন্টেসে আগুন লেগে কত মরবে ?
নির্বাহী - প্রায় ৩০০ থেকে ১০০০।
প্রেসিডেন্ট- নদী, পুকুর, ডোবা, নালা, খাল, বিলে, বন্যা, বজ্রপাতে মরবে কত ?
নির্বাহী - প্রায় ৪৭ ।
প্রেসিডেন্ট- রাজনৈতিক কারনে মরবে কত ?
নির্বাহী- প্রায় ২৫ ।
প্রেসিডেন্ট- সামাজিক কারনে ?
নির্বাহী - প্রায় ১৭ ।
প্রেসিডেন্ট - ক্রসফায়ারে ?
নির্বাহী- প্রায় ২২ ।
প্রেসিডেন্ট - বন্ধু রাস্ট্র মারবে কত ?
নির্বাহী - যেহেতু ঈদ সামনে একটু বেশি প্রায় ২৯ ।
প্রেসিডেন্ট- ঈদ কবে ?
নির্বাহী- আপনি যেদিন বলবেন ।
প্রেসিডেন্ট- আমার চেয়ারের বা ক্ষমতার বিরুদ্ধে কোন শ্লগান হতে পারে ? আমার পরিবারে উপরে কোন আক্রমন ?
নির্বাহী - গোয়েন্দা তথ্যমতে সম্ভবনা শুন্য ।
প্রেসিডেন্ট - ওকে দেশোবাসীর প্রতি আমার বানী সহ ১২ তারিখ ঈদ ঠিক কর ।
*****************************************************
ব্যানানা রিপাবলিক অফ হানুলুলুর অনলাইন পত্রিকা
হানুলুলু টাইমস থেকে ভাষান্তরীত ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৭