দিকে দিকে চল্ল বেলা, সময় গেল বয়ে
তখন তুমি নীলাভ রক্তের
এক কিশোরী ছিলে ।
ম্যানহাটান কিংবা গুলশান পার্থক্য ছিল কি?
তা আমি জানতাম ।
রংয়ের ঘুড়ি উড়ল আকাশে, কাকভেজা করল বৃষ্টি
হঠাত জানলাম যে তুমি ছিলে, নীলাভ রক্তের পরী
সে এখন ছন্নছাড়া শত মনেতে যাপিত এক নারী ।
শহরে শহরে ডাকল বান বুকের পাজর ভেদিয়া
প্রমত্তা পদ্মার ধু ধু বালুচড়ে, মরিচিকা যায় খেলিয়া ।
২৩/১০/২০১৩
ঢাকা