শাহবাগ আন্দোলনকে প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে বিশ্লেষণ করবে, এটাই স্বাভাবিক। কারো কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, কারো কাছে বিপ্লব, আবার কারো কাছে ফ্যাসিবাদের উত্থান। তবে আমার কাছে মনে হয়েছে, আর যাই হোক, বাংলা বর্ণমালা শিক্ষায় শাহবাগ আন্দোলন নতুন একটা ধারা তৈরি করেছে। এই ধারাটা খুবই অভিনব এবং মজার।
যাই হোক, চলুন ছড়ায় ছড়ায় কিছু বর্ণমালা প্র্যাকটিস করি।
ডরেমন বন্ধ করে দেওয়ায় এক শিশুর প্রতিক্রিয়া:
‘ডরেমন বন্ধ করে দিতে। এমুন আডগুবি আল পালতু কাজ অবে, আল দেতের পিচ্চলা বতে বতে বুলা আঙুল তুতবে- এতা ককুনুই অবে না, অতে দেয়া অবে না। আমি আম্মুকে বলে দেবো। ইনু আঙ্কেল পতা।
ই তে ইনু আঙ্কেল। তুই রাজাকার, তুই রাজাকার।'
[অনুবাদ: ডরেমন বন্ধ করে দিসে। এমন আজগুবি আর ফালতু কাজ হবে, আর দেশের পিচ্চিরা বসে বসে আঙুল চুষবে- এটা কখনোই হবে না, হতে দেয়া হবে না। আমি আম্মুকে বলে দেবো। ইনু আঙ্কেল পচা]
যুদ্ধাপরাধ ইস্যুতে সুলতানা কামালের মীরজাফরী
গোলাম আযমের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী, টিআইবি প্রধান সুলতানা কামাল গতকাল এক সেমিনারে বলেছেন, ‘বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করে কোনো রায় বের করে নিয়ে আসার প্রবণতা সমাজে ভালো ফল দেয় না। আমরা যে কোনো বিচারে অসন্তুষ্ট হতে পারি, কিন্তু তাই বলে চাপ প্রয়োগ করা যাবে না।’ কত্ত বড় সাহস...
স তে সুলতানা কামাল। তুই রাজাকার, তুই রাজাকার
সমকালে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন!!
শাহবাগ থেকে ইসলামী ব্যাংক বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহ পার না হতেই গতকাল দৈনিক সমকালে ইসলামী ব্যাংকের একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে!!! কত্ত বড় বেঈমান, এখনো ইসলামী ব্যাংকের নগদ নারায়ন দেখলে লালা ঝরে গোলাম সারওয়ারের....
স তে সমকাল। তুই রাজাকার, তুই রাজাকার।
ইকোনমিস্টের স্পর্ধা
দেশের মিডিয়াগুলো বলছে, এই গণজাগরণ সাধারণ মানুষের জাগরণ। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আন্দোলনের উদ্যোক্তরাও তাই বলছেন। কিন্তু ইকোনমিস্টের কানে এসব কথা ঢুকছেই না। গতকাল প্রকাশিত রিপোর্টে তারা বলেছে, ‘সরকার সমর্থিত গ্রুপের মঞ্চায়িত জাগরণ!’ [Pro-government groups (above) staged vigils to complain that the sentence against Abdul Kader Mullah of Jamaat-e-Islami was too lenient.]
ই তে ইকোনমিস্ট। তুই রাজাকার, তুই রাজাকার।