শুনতে খারাপ লাগলেও আমি বিশ্বাস করি আমরা এইটা "ডিজার্ভ" করি ।
একজন মানুষ যখন নর্দমায় পড়ে বা রাস্তায় উস্ঠা খায় তখন অপরিচিত পথচারী ও হাত বাড়িয়ে দেন সাহায্য করতে ।
সে রকম দয়ালূ মানবিক গুনের অধিকারী পথচারীর হাতেই গনপিটুনিতে পকেটমার/ছিনতাইকারী নিহত হবার খবর আসে বিভিন্ন পত্রিকায়।
এতে প্রমাণীত হয় সকল পথচারী যে নিস্ঠুর খুনী তা কিন্তু নয়, বরং ঐ পকেটমার বা ছিনতাইকারীর কপালে যা ঘটেছে তার কারন ঐ "ছিনতাইকারি" র কর্ম ।
কর্ম হিসাবে আমি যদি এখন ছিনতাই করি আর আশা করি আমি ধরা পরার পর সবাই আমাকে চা/নাস্তা দিয়ে আপ্যায়ন করবে তা হলে নিশ্চিত এটা দিবাসপ্ন বই অন্যকিছু নয় ।
কর্ম দিয়ে ই যদি পরিণাম নির্ধারণ হয়, তা হলে আমাদের কর্ম অনুযায়ী গোলাম আজম কে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার সৌভাগ্য আমরা অলরেডি অর্জন করেছি এখন খালি সময়ের অপেক্ষা ।
কেন নয় ? দেখুন নিচে । গত কয়দিনে সামু তে আসা কিছু পোস্ট।
#১ স্টিকি পোস্ট
মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী এখন ফেরিওয়ালা!!!জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্যটা আমরা এভাবে দিলাম!?
#২ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে ।
Click This Link
#৩ মুক্তিযুদ্ধে সর্বস্ব খু্য়ানো একজম পাকিস্তানি পাঠান মুক্তিযোদ্ধা ।
ওনেকেই আবার নিরাশ হবেন যে হয়তো এরকম কিছু পোস্ট/ক্লিপ দেখে আমরা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আমাদের ঐতিহ্যগত এক্সকিউজ না করে ঐতিহ্য ধুলায় মিশিয়ে দিবো।
না এত নিরাশ হবার কিছু নাই । আমাদের খুবই গ্রহনযোগ্য এক্সকিউজ আছে ।
বাংলাদেশ গরীব দেশ, স্বাধীনতায় অবদানের জন্য সাহায্য করার মত টাকা আমরা কোথায় পাব ?
শুধু তাদের জন্য যারা এরকম এক্সকিউজ করে নিজেকে শান্তি দিতে চান, জানাতে চাই ২৬ মার্চ ২০১১ উদযাপনের জন্য বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের বরাদ্দ ৬ কোটি টাকা ।
অলোক সজ্জা এবং অন্যান্য বাবদ ঢাকা সিটি কর্পোরেশন দেড় কোটি টাকা ।
বিভিন্ন দুতাবাসের অনুস্ঠানের খরচ পররাস্ট্র মন্ত্রণালয় (আনুমানিক ৬ কোটি টাকা, চুড়ান্ত হিসাব আগস্ট ২০১১ পাওয়া সম্ভব )।
ভিভিআইপি দের নিরাপত্তা এবং সাধারণ নিরাপত্তার জন্য আনুমানিক কর্ম ঘন্টা (আঈনশৃন্খলা রক্ষাকারি বাহিনী ) ২ লক্ষ কর্ম ঘন্টা । (১ ডলার কর্ম ঘন্টা হলে কত হয় ? )
ঝুঁকি ভাতা এবং ছুটিকালীন বোনাস হিসাব করা হয় নাই ।
আরেকটা পোস্ট ।
Click This Link
তবুও আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি , স্বাধীনতা উদযাপনের পেছনে খরচ করার যৌক্তিকতা স্বাধীনতা অর্জনের দায় শোধের চেয়ে বেশী ।
কারণ উদযাপনের পেছনে খরচ করা টাকার ভাগ আমার ঘরে আসলেও দায় শোধের অংশ থেকে আমার কিছু পাবার সম্ভাবনা নাই।
বিঃ দ্রঃ সংস্হাপন মন্ত্রণালয়ে কার্যরত একবন্ধুর কাছ থেকে মৌখিক (ফোনে ) ভাবে বাজেট এর বিবরণ সংগ্রিহিত। দেশের বাইরে থেকে বাজেট এর কাগজ পত্র জোগাড় করা সম্ভব হলেও অনুচিত মনে করি । দেশের ভেতর থেকে চাইলে কেউ আরো নিখুত হিসাব বের করতে পারবেন ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ সকাল ৭:১৮