
তবুও ভালোবাসি...
থাকো যত-ই দূরে--ধ্রুব তারার মত !
অথবা --
রাখো আড়াল করে...
মেঘের ছায়ার মতন!
যত-ই ভুল বুঝো...অথবা অবুঝ...!!
তবুও ভালোবাসি...
আজ হাসুক দিনের আলো অথবা রুদ্দুর...
আজ বৃষ্টিতে ভাসুক শহর--
অথবা ধুয়ে যাক অশ্রুকনা !
তবুও ভালোবাসি---
আজ মন নাইবা থাকুক মনে...
অথবা--
হারিয়ে যাক উদাস-- ছন্নছাড়া মেঘে !!
তবুও ভালোবাসি--
তুমি না হয়, নাই বা নিলে খুজেঁ...
অথবা --
নাইবা দিলেম দেখা !
দূর থেকে ভাবায় যেমন বাশিঁ...
সুরের চেয়েও , অদেখা মানুষেরে!
তবুও ভালোবাসি--
চেনা পথে দৃষ্টি ফেলে...
অপলক আনমনে--
খুজেঁ নিতে অচেনা পথিক !
গন্তব্যহীন শুভ্র মেঠোপথে--
শুধু-ই উদ্দেশ্যহীন অফুরান
হাটঁতে--পাশাপাশি...!!
২৫।০৪।১২
দুপুর ৩টা ৩০-৪৫ মিনিট!