
রোমান্সের শুরু যেইখানেঃ
বৃষ্টির দিনে, বৃষ্টি পড়বেই, এইটাই স্বাভাবিক ! তা কেউ বৃষ্টির জন্য প্রার্থনা করুক বা চাই না করুক ! এই আষাঢ়-শ্রাবন-ভাদ্র মাসে বৃষ্টি কার না ভাল লাগে! মাঝে মাঝে উদাস করে দেয় বৃষ্টি! মাঝে মাঝে চঞ্চল ! মাঝে মাঝে, অফিসে দেরি! মাঝে মাঝে ভুনা খিচুরী !


বৃষ্টির জন্য অপেক্ষাঃ

বৃষ্টির জন্য সারাদিন সারা রাত পথ চেয়ে থাকা যেনো ! কখন বৃষ্টি আসবে?!



তবুও শ্রাবন আসে...শ্রাবন মাসে...
মেঘেরা কথা কয়, মেঘেদের সাথে...
আকাশের সাথে আকাশ...বৃষ্টির সাথে বৃষ্টি !!
শুধু আমি জানালা গলিয়ে বাড়িয়ে দেই আমার নিঃষ্পাপ দুই হাত...
বৃষ্টি স্পর্শ করবো বলে...
তোমায় ভালোবাসবো বলে...!!
আরে বাহ! কবিতা-ই হয়ে গেল বুঝি?!

বৃষ্টিতে হৃদয় স্নানঃ

বৃষ্টিতে হৃদয়টা কার না ভিজে যায়?! বৃষ্টি স্নান মানে কি শুধু, বৃষ্টিতে গোসল? না কখনো-ই না !! বৃষ্টিতে যদি ভিজে না যায় হৃদয়, তবে সেই বৃষ্টি কিভাবে মন ছুয়েঁ যাবে?!

বৃষ্টিতে আমি- তুমি- আমরা, আমাদের সবার আনন্দ, প্রকাশ পায়, অগোচরে থাকে শুধু হৃদয়ের ভিজে যাওয়া ! যা শুধু খালি চোখে দেখা যায় না কখনো! আমি শুধু দেখি দুটি লাল রাঙ্গা হৃদয়, বৃষ্টিতে ভিজছে---মুক্তোর দানার মত ঝলমলে বৃষ্টিতে, এমন প্রেমিক নিশ্চই কেউ নেই যার হৃদয় ভিজে না ! তারজন্য প্রয়োজন, শুধু একটু চোখ বন্ধ করে অনুভব করা !! বৃষ্টিতে ভালোবাসা তাহলে কি? শুধু হৃদয় স্নান?


বৃষ্টিতে প্রকৃতির স্নানঃ

কচু পাতার টলমলে জলের খেলায় আমি দেখেছি বৃষ্টির প্রেম ! ঝলমল করবে, টলমল করবে, কিন্তু কেউ ইচ্ছে করে ফেলে না দিলে পড়বে না!




বৃষ্টিতে শৈশবঃ

বৃষ্টির সাথে এই প্রেম কার ক্ষেত্রে শুরু হয়ে যায়, সেই শৈশব থেকে-ই!!



বৃষ্টিতে কৈশরঃ

তারপর বড় হয়ে আসে নিজের জগৎ ! তখন মানুষ একা একা একাকিত্ব এনজয় করে !! তখন একা বৃষ্টি দেখতে ভালো লাগে ! বৃষ্টি নিয়ে চিন্তা করতে ভালো লাগে ! একা একা ভিজতে ভালো লাগে ! বলতে বাধা নেই মেয়েরা বৃষ্টিতে বেশি আবেগী হয় আর বৃষ্টি বেশি ভালবাসে !! ছেলেদের চেয়ে মেয়েদের সাথে যেনো বৃষ্টির প্রেম জমে উঠে বেশি ! ছেলেদের একা একা ছাতা নিয়ে বৃষ্টিতে হাসতে হাসতে হাটঁতে কম-ই দেখা যায়! বিভিন্ন রঙের ছাতায় মেয়েদের বৃষ্টিতে হাটঁতে দেখতেও ভালো লাগে ! প্রকৃতির যেনো এক বিচিত্র খেয়াল !! তবে ফুটবল খেলতে ছেলেদের যেইভাবে মাঠে-বৃষ্টিতে-কাদায় দেখা যায়, মেয়েরা সেইখানে বড়ই নিরস !! এইটাও প্রকৃতির আরেক লীলা !! আমি অবশ্য খেলতে চাই !! পারি না !!

বৃষ্টিতে একাকীত্বঃ

তারপর আসে কালো আধারঁ !! বৃষ্টির সবচেয়ে ভয়ংকর দিক !!





তুমিহীনা বৃষ্টিঃ

তবে কারো কারও তখন এই তুমিহীনা আমি বা তুমি হীনা বৃষ্টি, ক্যাটস এন্ড ডগ বা বিলাই-কুত্তা বৃষ্টি -ও মনে হতে পারে !!


বৃষ্টিতে তোমায় পাওয়াঃ

তারপর আশে সেই শুভ দিন! অনেক প্রতীক্ষার পরের বৃষ্টির মত ! বৃষ্টির জন্য আর মনের মানুষের জন্য একদিন পথ চাওয়া ফুরোয়! সবার ! রাস্তার লোকজন সব উধাও হয়ে যায় সেই দিন! প্রিয় মানুষের বুকে মাথা লুকাবার জন্য ! তখন কেউ দেখুক আর না দেখুক কিচ্ছু যায় আসে না! শুধু বৃষ্টি টা ঠিক মতো পড়লেই হয়!



বৃষ্টিতে রঙ্গীন ছাতাঃ

তারপর কিন্তু আসে রঙ্গিন ছাতার দিন ! লাল তো প্রেমের রং ! তাই লাল ছাতা-ই প্রেমিক-জুটিদের বেশি পছন্দ ! তবে, লাল-নীল-হলুদ-সবুজ-মেরুন-কত রঙের ছাতাই না মানুষ তখন ব্যবহার করে ! প্রেম বলে কথা ! তাও আবার বৃষ্টির সাথে !! তখন আবার আরেকটা বিষয় চোখে পড়ে ! আর তা হল খুব-ই ইম্পরট্যান্ট! এবং ইচ্ছাকৃত !! ২ জনে একছাতার ব্যবহার!


বৃষ্টিতে চুটিয়ে প্রেমঃ

এরপর আশে শুভদিন! কেউ কেউ চলে যান আড়ালে! ছাতাটাকে যেনো তখন নিজের ঘরের বা আপার্টমেন্টের ছাঁদ মনে করেন !!


হাহাহ---ভগবানের লীলা বুঝা বড়ই ভার !!

বৃষ্টিতে তোমার চলে যাওয়াঃ

একদিন আষাঢ় -শ্রাবণ-ভাদ্র মাসের মতো, সময় যায় ফুরিয়ে! বৃষ্টি যায় থেমে !! তুমি চলে যাও বৃষ্টিকে সাথে নিয়ে !! আমার চোখ ঝাপসাঁ হয়ে আসে !! হুমন--কাচেরঁ জানালায় লেগে থাকা, বৃষ্টির ফোটাঁ সমে্ ঝাপসাঁ কাঁচের মত, আমি আমার চোখের ঝাপঁসা দৃষ্টি দিয়ে, তোমার চলে যাওয়া দেখি !

আবার বৃষ্টির অপেক্ষাঃ

তারপর আবার বৃষ্টির অপেক্ষা করি !বছর ঘুরে আবার কবে আসবে বৃষ্টি?! আবার কবে আসবে তুমি?!! বৃষ্টি হয়ে ! আমরা প্রতীক্ষায় থাকি ! প্রতীক্ষায় থাকে আমাদের অপলক দৃষ্টি !! ভালোবাসার মানুষের জন্য 'অপেক্ষা' নয়, 'প্রতীক্ষা'ই যথাযথ শব্দ ! প্রতীক্ষা করতে করতে, পায়ে শিকড় গজায়, প্রতীক্ষা, তবু ফুরায় না !!
বৃষ্টির জন্য আমরা আবার দিন গুনি, বৃষ্টির আভাস আমাদের মন উচাটন করে! আকাশটা কালো হলেই, আচমকা বিজলি চমকালেই, দৌড় দেই, জানালা্র গ্রিল গলিয়ে বাড়িয়ে দেই হাত, বৃষ্টি স্পর্শ করবো বলে, তোমায় ভালোবাসবো বলে---
বৃষ্টির সাথে হয়তঃ এইভাবেই জমে উঠে প্রেম! তোমার-আমার-আর প্রকৃতির !!
যে তুমি ভরানদীর মতো, চিরনবীন হয়ে, প্রেম নিয়ে আসো, সেই তুমি বৃষ্টি হয়ে ঝরো, আকাশ থেকে, চোখের পাতা ছুয়েঁ!!
তোমার জন্য প্রতীক্ষা তাই কখনও ফুরায় না এই আমার, আমাদের সকল প্রাণের !! সবার প্রেমের !!
এই বৃষ্টি সবার জীবনে আনন্দ নিয়ে আসুক--সব প্রতীক্ষার অবসান করে দিয়ে--এই শুভ কামনায়--

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১০:২৩