বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় তিনতলা এই ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে
বাহরাইনে নিহত ১১ জন বাংলাদেশির লাশ আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফর উপলক্ষে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দুর্ঘটনায় আহত দুজনের হাসপাতালে চিকিত্সা চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনে অবস্থান করা ৬৩ জন বাংলাদেশি তাঁদের সর্বস্ব হারিয়েছেন। তাঁদের থাকা-খাওয়ার জন্য বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাহরাইনের রাজধানী মানামায় গত শুক্রবার বিকেলে আগুনে দগ্ধ হয়ে ১১ বাংলাদেশি কর্মী নিহত হন। মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। উপমহাদেশের শ্রমিকেরা গাদাগাদি করে ওই ভবনে থাকতেন, যাঁদের বেশির ভাগই বাংলাদেশি।
এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান।
২০০৬ সালে গুদাইবিয়া এলাকায় আগুনে পুড়ে মারা যান ১৬ বাংলাদেশি। এ ছাড়া গত বছরের ২৭ মে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়।