ইসলাম বিদ্বেষী ব্লগার আসিফ গ্রেফতার...............পেপারের শিরোনাম হওয়া উচিত এই রকম । অথচ এমন ভাবে শিরোনাম করা হয় যেন একজন সূফি সাধককে গ্রেফতার করা হইছে ।
নোটিশ বোর্ড ভাব নিয়া পোস্ট দিল ব্লগার রাসেল পারভেজ, সুব্রত অধিকারী শুভ ও মশিউর রহমান বিপ্লবকে আটক করে গোয়েন্দা পুলিশ- তো সামু একটু খুইজা দেখেনত এই নামে কেউ আছে নাকি ? বরং লেখেন- অপবাক ,শয়তান , লালু কসাই গ্রেফতার। সাধারন মানুষও একটু ভিরমি খাক, একি নাম ,শয়তানরে কেমনে গ্রেফতার করা হইল , সবাই জানতে চাইব ।
সাধারন জনতা টাসকি খাইতে এখন ও অনেক বাকি। ব্লগারদের নিক দেইখা তারা আসলেই টাসকি খাইব, এই সব কিতা, এরাই নাকি সমাজে শুদ্ধতার চর্চা করব, সমাজ বদলাইব ! যাগো নামেরই ঠিক নাই তাগো কোন দাম ও নাই
ভাল কথা, সাধারন ব্লগারদের টেনশনেরত কিছু দেখিনা ।সরকার এখন পর্যন্ত যাদেরকে ধরছে সবগুলাই আস্ত শয়তান, ইসলাম বিদ্বেষী, শুধু নাস্তিক বলেত কাউরে ধরে নাই ।
এদেরকে গ্রেফতারের নিউজের সাথে সাথে তাদের লেখনির সাথেও আমজনতার পরিচয় করিয়ে দেয়া দরকার, তখন দেখা যাক জনতা কি বলে।
মহান শক্তিধর ব্লগাররা এখন এমন চুপসাইয়া গেল কেন? তার চেতলে নাকি সরকার টলে যায়